মঙ্গলবার ● ১২ মে ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » কাউখালী ইউএনও’র কাছে আশা’র উপহার হস্তান্তর
কাউখালী ইউএনও’র কাছে আশা’র উপহার হস্তান্তর
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: বে-সরকারী উন্নয়ন মুলুক সংস্থা আশা (এনজিও) কাউখালী উপজেলা শাখার পক্ষ হতে উপজেলা নির্বাহী অফিসারের নিকট করোনা ভাইরাস সংক্রান্ত সাধারন মানুষের জন্য দুইশত প্যাকেট উপহার আজ মঙ্গলবার সকাল ১০টায় হস্তান্তর করেন।
আশা এনজিও হতে দুইশত প্যাকেট উপহার গ্রহন করেন কাউখালী উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান অং প্রু মারমা। এ সময় উপজেলা নির্বাহী অফিসের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন নাজির মো. মামুন হাছান, সিএ কাজি মো. আহসান উল্লাহ,আশা এনজিও’র পক্ষে উপস্থিত ছিলেন আশা রাঙামাটি শাখার সিনিয়র শাখা ব্যবস্থাপক শ্রীনাল বড়য়া,আশা কাউখালী শাখার, শাখা ব্যবস্থাপক মো. মন্জুর হোসেন মন্জু, আশা কাউখালী শাখার সহকারী শাখা ব্যাবস্থাপক প্রদীপ কুমার নাথ,সহকারী শাখা ব্যবস্থাপক ত্রিদিপ চাকমা, সিনিয়র লোন কর্মকর্তা মিলন কান্তি বড়ুয়া ও লোন কর্মকর্তা রানা চন্দ্র দে প্রমুখ।
উল্লেখ্য যে বে-সরকারী উন্নয়নমুলুক সংস্থা আশা (এনজিও) করোনা ভাইরাস কোভিড-১৯ এর কারনে সারা দেশের প্রতিটি উপজেলায় উপজেলা নির্বাহী অফিসারের নিকট সাধারন মানুষের জন্য দুইশত প্যাকেট উপহার এবং প্রতি জেলা প্রশাসক এর নিকট পাচঁশত প্যাকেট উপহার প্রদান করেন বলে সংস্থাটির সুত্রে জানায়।