মঙ্গলবার ● ১২ মে ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » হালদা নদীতে ইউএনও’র অভিযান
হালদা নদীতে ইউএনও’র অভিযান
আমির হামজা,স্টাফ রিপোর্টার :: প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে যান্ত্রিক নৌযানে পালি পরিবহনের নিয়োজিত একটি বালু বোঝাই বড় বোড তলায় ফুটো করে ডুবিয়ে দিয়েছে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের নেতৃত্বে নদীতে অভিযান পরিচালনাকারী একটি দল। গত কয়েকদিন ধরে নদীতে অবৈধ ভাবে জাল পেতে মা মাছ ও ডলফিন মারা বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়। আজ ১২ মে দুপুরে এনজিও সংস্থা আইডিএফ এর একটি স্পীড বোড নিয়ে অভিযানে নামে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা। সাথে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা পীযুষ প্রভাকর ও আবদুললাহ আল মামুন। জানা যায় হালদার আজিমের ঘাট থেকে অভিযানে নেমে স্পীড বোডটি মাদর্শার আমতুয়া এলাকায় গেলে নদীতে পাওয়া যায় একটি বালু ভর্তি যান্ত্রিক বোড। অভিযানকারী দল দেখে বালু পরিবহনকারী পালিয়ে গেলে বোডটি আটক করে অভিযানকারীরা এটির তলায় ফুটো করে দিয়ে নদী মাঝে এনে ডুবিয়ে দেয়। এই অভিযানে অন্যান্যদের মাঝে ছিলেন রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ, আইডিএফ এর মিমু দাশসহ উপজেলা প্রশাসনের আরো কয়েকজন। নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেছেন হালদায় অবৈধ ভাবে বালু পরিবহনে নিয়োজিত যান্ত্রিক নৌযানের ডুবন্ত পাখার আঘাতে মা মাছসহ ডলফিন মারা যাচ্ছে। একই সাথে রাতে নদীতে রাতে জাল পেতে নদীর মা মাছ মারছে বলে বহু অভিযোগ রয়েছে। ইতিপূর্বে কয়েক হাজার মিটার জাল নদী থেকে জব্দ করে পুড়ে ফেলা হয়েছে। এই ধরণের অভিযান অব্যাহত থাকবে। উলেলখ্য যে, হালদায় যেকোনো সময় মা মাছ ডিম দিতে পারে। এখন কয়েক শত মৎস্যজীবি নৌকা নিয়ে মা মাছের ডিম সংগ্রহের জন্য নদীতে অবস্থান করছে। এমন পরিবেশে বালু বাহি যান্ত্রিক নৌযান ও জাল পাতার কারণে মা মাছ ও ডলফিন মারা পড়ছে।
এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, সাকর্দার ছায়ার চরে জাল পেতে মা মাছ ও ডলফিন মারার অভিযোগে নোয়াপাড়া ইউনিয়নের মোকামিপাড়ার রফিক নামের এক ব্যক্তিকে গত দুদিন আগে কোস্টগার্ড ধরে নিয়ে গেছে। নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের একাধিক নেতা এই ঘটনার সত্যতা নিশ্চিত করলেও তাকে কোথায় রাখা হয়েছে সে ব্যাপারে কেউ কোনো তথ্য দিতে পারেনি। জানা যায় মোকামিপাড়ার ছায়ারচর এলাকায় একটি সিণ্ডিকেট রাতে ড্রেজার বসিয়ে বালু উঠিয়ে বিভিন্নস্থানে যান্ত্রিক বোডে সরবরাহ দিচ্ছে। আটক রফিকসহ স্থানীয় আরো দুই ব্যক্তি রাতে জালপেতে মাছ মারছিল বলে অভিযোগ রয়েছে।