বুধবার ● ১৩ মে ২০২০
প্রথম পাতা » কৃষি » মহালছড়িতে ধান কেটে ঘরে তুলে দিল আওয়ামীলীগ
মহালছড়িতে ধান কেটে ঘরে তুলে দিল আওয়ামীলীগ
মহালছড়ি প্রতিনিধি :: বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমন প্রতিরোধের প্রভাবে শ্রমিক সংকটে অসহায় হয়ে পড়া দরিদ্র কৃষকের ধান যৌথভাবে কেটে দিয়ে ঘরে তুলে দিয়েছে খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলা ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ ও বঙ্গবন্ধু সৈনিক লীগ এর নেতাকর্মীরা।
আজ ১৩ মে বুধবার সকাল সাড়ে ৮ টা থেকে উপজেলার টিলাপাড়া এলাকায় মহালছড়ি যৌথখামার ত্রিপুরা পাড়া এলাকার বাসিন্দা দরিদ্র কৃষক সরেঞ্জয় ত্রিপুরা বর্গা নিয়ে চাষাবাদ করা ১ একর জমির পাকা ধান স্বেচ্ছাশ্রমে কেটে ঘরে তুলে দিয়েছে আওয়ামীলীগ এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা যুবলীগের সভাপতি দীপন ধর, ছাত্রলীগের সহ-সভাপতি মনিশংকর চৌধুরী, সেচ্ছাসেবকলীগের সভাপতি লিটন আচার্য, বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বাবলু চৌধুরীসহ প্রায় ৩০ জন নেতাকর্মী।
শ্রমিক সংকটের এ দুর্যোগ মূহুর্তে আওয়ামীলীগ এর অঙ্গসংগঠনের নেতা কর্মীরা যাঁরা এগিয়ে এসেছেন কৃষক সরেঞ্জয় ত্রিপুরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ স্বেচ্ছায় যাঁরা শ্রম দিয়েছেন সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
মহালছড়ি উপজেলা আওয়ামী যুবলীগ এর সভাপতি দীপন ধর বলেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস এর প্রভাবে শ্রমিক সংকট দেখা দিলে কৃষক বান্ধব প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিপদগ্রস্ত মানুষের পাশে থাকার নির্দেশ পালন করতে মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি রতন কুমার শীল এর পরামর্শে আওয়ামীলীগ এর সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যৌথভাবে এলাকার গরীব ও শ্রমিক সংকটে অসহায় হয়ে পড়া চাষীদের জমির পাকা ধান কেটে ঘরে তুলে দিচ্ছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ধান কাটা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।