শুক্রবার ● ১৫ মে ২০২০
প্রথম পাতা » গুনীজন » ভাষা সংগ্রামী অধ্যাপক আনিসুজ্জামান এর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
ভাষা সংগ্রামী অধ্যাপক আনিসুজ্জামান এর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে ভাষা সংগ্রামী জাতীয় অধ্যাপক ডা. আনিসুজ্জামান এবং কিংবদন্তীতুল্য উপন্যাসিক, লেখক ও গবেষক দেবেশ রায় এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং বলেছেন তাঁদের মৃত্যুতে বাংলা মননশীল সাহিত্য ও বুদ্ধিবৃত্তিক জগতে যে শূন্যতা সৃষ্টি হল তা সহজে পূরণ হবার নয়। দেবেশ রায়ও গতকাল কলিকাতায় নার্সিং হোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে আমাদের দেশ ও জনগণের প্রতিটি ক্রান্তিলগ্নে অধ্যাপক আনিসুজ্জামান সাহসী ও অগ্রণী ভূমিকা পালন করেছেন। রবীন্দ্র জন্মশতবর্ষ উদযাপন, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা পরবর্তী অসাম্প্রদায়িক গণতান্ত্রিক আন্দোলনেও তিনি উজ্জল ভূমিকার স্বাক্ষর রেখেছেন। অনেক ক্ষেত্রে তিনি অভিভাবকতুল্য ভূমিকা রেখেছেন। বাংলা সাহিত্যে বিশেষ করে গবেষণা সাহিত্যেও তিনি অনন্য অবদান রেখেছেন।
কিংবদন্তীতুল্য দেবেশ রায় উপন্যাসিক, লেখক, গবেষক ও মুক্তবুদ্ধিবৃত্তিক জগতে অসাধারণ অবদান রেখেছেন। দেবেশ রায় এর ‘তিস্তা পারের বৃত্তান্ত’ ও ইতিহাস আশ্রয়ী উপন্যাস ‘বরিশালের যোগেন মন্ডল’ তাঁকে খ্যাতির শিখরে নিয়ে গেছে। প্রায় ছয় দশক ধরে বাংলা সাহিত্য ও চিন্তার জগতে তিনি অসাধারণ ভূমিকা পালন করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, অধ্যাপক আনিসুজ্জামান ও দেবেশ রায় বাংলা ভাষাভাষীদের মনন, রুচি ও পরিশীলিত সাংস্কৃতিক বোধের ক্ষেত্রে যে অবদান রেখেছেন তা আমাদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
বিবৃতিতে তিনি অধ্যাপক আনিসুজ্জামান ও দেবেশ রায়ের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।