শুক্রবার ● ১৫ মে ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাজস্থলীতে ২ পাহাড়ীকে অস্ত্রের মুখে অপহরণ
রাজস্থলীতে ২ পাহাড়ীকে অস্ত্রের মুখে অপহরণ
রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি :: রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলাতে অস্ত্রের মুখে দুই পাহাড়ীকে তুলে নিয়ে গেছে। অপহরণের শিকার দু’জন হলেন : শিসু মারমা (৫০) ও শুমেউ মং মারমা (৫২)।
আজ ১৫ মে শুক্রবার ভোর রাতে গাইন্দ্যা ইউনিয়নের চুশা মারমা পাড়া নামক স্থানে এই ঘটনা ঘটে।
এ ব্যাপারে ২নং গাইন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উথান মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, অপহৃতরা কোনো রাজনীতির সাথে জড়িত না । তাদের কে বা কারা অপহরণ করেছে সেটি সঠিক বলতে পারছিনা।
অপহৃতদের পরিবার স্বজনরা জানান, রাতে চুশাক মারমা পাড়া এলাকায় একদল মুখোশধারি স্বশস্ত্র সন্ত্রাসী হামলা চালায় এসময় সন্ত্রাসীরা অপহৃতদের নিজ নিজ ঘর থেকে শিসু মারমা, পিতা- মৃত মংউলায়ু মারমা ও শুমেউ মং মারমা পিতা-অজ্ঞাত দুইজনকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়।
স্থানীয় গ্রামবাসিদের মধ্য থেকে নাম প্রকাশ না করার শর্তে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানায়, এলাকাটি মারমা লিবারেশন পার্টি অধ্যুষিত এলাকা, অপহৃত দুই ব্যক্তি মারমা লিবারেশন পার্টির সদস্য এমন সন্দেহ থেকে পার্বত্য জনসংহতি সমিতি (পিসিজেএসএস-মুল) সদস্যরা তাদের অপহরণ করে নিয়ে গেছে বলে ধারনা করা হচ্ছে।
এ ঘটনায় বিষয়ে রাজস্থলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মফজ্জল আহামদ খান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, আমরা ঘটনাটি শুনেছি। তবে এখনো পর্যন্ত কেউ থানায় অভিযোগ দায়ের করেনি। যদি লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে পুলিশ প্রশাসন।