শিরোনাম:
●   রাঙামাটি জেলায় গণঅভ্যুত্থানের পর জনগণের আকাঙ্খার বাস্তবায়ন ও প্রতিফলন ঘটেনি ●   কাল ১৮এপ্রিল রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংবাদ সম্মেলন ●   কুষ্টিয়ায় বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত ●   অবিলম্বে মেঘনাকে মুক্তি দিন, ৭৪ এর বিশেষ ক্ষমতা আইন বাতিল করুন ●   মার্কিন মদদেই ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়ে যেতে পারছে ●   আত্রাইয়ে তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন কাগজের ফুল ●   পাহাড়ে নববর্ষ ও চৈত্রসংক্রান্তির সাতরঙা উৎসব : মো. রেজুয়ান খান ●   বাগেরহাটে লবণাক্ত পতিত জমিতে মাঠজুড়ে সূর্যমূখীর হাঁসি ঝিলিক ●   প্রকাশ্য রাষ্ট্রবিরোধী কাজ করছে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার ●   ফটিকছড়িতে আগুনে পুড়ল বিধবার ঘর ●   ১৩ বছর পর জমি দখলে নেয় ভুক্তভোগী, ভিন্নখাতে নিতে অপ-প্রচার ●   দেহ ব্যবসায়ীদের আস্তানা পুড়িয়ে দিলেন এলাকাবাসী ●   রাঙামাটিতে নারী হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন : ঘাতক গ্রেফতার ●   গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা ●   বাঙ্গালহালিয়া শিব মন্দিরে ৫ দিনব্যাপী বাসন্তী মায়ের পূজা ●   রাঙামাটি এটিআই শিক্ষার্থীরা ৮ দফা কর্মসূচির ঘোষণা ●   ছেলের দায়ের কোপে আহত মায়ের মৃত্যু ●   সু-প্রদীপ চাকমা রাঙামাটিতে আগমনের প্রতিবাদে কালো পতাকা হাতে বিক্ষোভ ●   রাঙামাটি বিজিবি সেক্টর সদর দপ্তর পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা ●   এতিম শিশুদের সাথে ঈদ-উল-ফিতর এর আনন্দ ভাগ করে নিলেন রাঙামাটি জেলা প্রশাসক ●   রাঙামাটিতে ঈদের উপহার পেলেন সাড়ে তিন’শ ইমাম মুয়াজ্জিন ●   সিয়াম সাধনার পুরস্কার : ঈদুল ফিতরের মাহাত্ম্য ও তাৎপর্য ●   সাইফুল হক দেশবাসীকে ঈদ উল ফিতর এর শুভেচ্ছা জানিয়েছেন ●   সু-প্রদীপ চাকমাকে পার্বত্য চট্টগ্রামে অবাঞ্চিত ঘোষণার হুশিয়ারী দিয়েছে পিসিসিপি ●   পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের নজিরবিহীন বৈষম্যের প্রতিবাদ জানিয়েছে পিসিসিপি ●   জাতীয় ঐকমত্য কমিশনের কাছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে মতামত জমা দেয়া হয়েছে ●   রাঙামাটিতে স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের ঈদ বস্ত্র বিতরণ ●   রাঙামাটিতে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় আটক ●   রাঙামাটিতে রক্তেভেজা গণঅভ্যুত্থান : পাহাড়ের বৈষম্য বইয়ের মোড়ক উম্মোচন ●   রাউজানে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
রাঙামাটি, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৫ মে ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে প্রধানমন্ত্রীর ২৫০০ টাকা করে পাচ্ছে ১ লাখ ৮০ হাজার পরিবার
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে প্রধানমন্ত্রীর ২৫০০ টাকা করে পাচ্ছে ১ লাখ ৮০ হাজার পরিবার
শুক্রবার ● ১৫ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চট্টগ্রামে প্রধানমন্ত্রীর ২৫০০ টাকা করে পাচ্ছে ১ লাখ ৮০ হাজার পরিবার

---চট্টগ্রাম  ::  করোনা ভাইরাসের কারণে চট্টগ্রামে কর্মহীন ১ লাখ ৮০ হাজার মানুষের কাছে নগদ অর্থ পাঠানো শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এটা শুরু করা হয় চট্টগ্রামের জেলা প্রশাসন কার্যালয় থেকে। মোবাইল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে এ টাকা বিতরণ করা হচ্ছে। গণভবন থেকে প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর তাৎক্ষণিকভাবে চট্টগ্রামে ১০০ জনের মোবাইলে এসএমএস যায়। এতে প্রতিজনকে ২৫০০ টাকা করে এসএমএস এর মাধ্যমে পাঠানো হয়।
প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কর্মহীন মানুষের জন্য মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থ সহায়তা কার্যক্রমের উদ্বোধন হয় চট্টগ্রামের জেলা প্রশাসন কার্যালয়ে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি,  মোছলেম উদ্দিন আহমেদ এমপি ও রাউজানের এমপিসহ চট্টগ্রামের আরো কয়েকজন সংসদ সদস্য, চসিক মেয়র আ. জ. ম. নাছির উদ্দীন, বিভাগীয় কমিশনার এবিএম আজাদ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, সিএমপি প্রতিনিধি এডিশনাল ডিআইজি, পুলিশ সুপার, সিভিল সার্জন, সেনাবাহিনীর প্রতিনিধি, জেলা পরিষদ চেয়ারম্যান, কয়েকজন উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপকারভোগীগণ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন। প্রধানমন্ত্রীর উদ্বোধনের সাথে সাথে উপকারভোগীদের মোবাইলে ম্যাসেজ আসে, উপস্থিত ব্যাংকিং এজেন্টের নিকট থেকে ক্যাশ করে উপকারভোগীদের হাতে টাকা তুলে দেওয়া হয়। জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের তত্ত্বাবধানে চট্টগ্রাম জেলায় উপকারভোগীদের তালিকা অনলাইনে আপলোড করা হয়েছে।
এ বিষয়ে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন জানান, আমরা ইতোমধ্যে ১ লাখ ৮০ হাজার কর্মহীন মানুষের ডাটা এন্ট্রি করে টাকা পাঠানো শুরু করেছি। ডাটা এন্ট্রি প্রক্রিয়া চলমান রয়েছে। অর্থাৎ উপকারভোগী আরো বাড়বে।
জেলা প্রশাসন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য মতে, উল্লেখিত ১ লাখ ৮০ হাজার কর্মহীন মানুষের মধ্যে চট্টগ্রাম জেলার উপজেলাগুলোতে ১ লাখ ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় ৮০ হাজার মানুষ বাছাই করা হয়েছে। পর্যায়ক্রমে ২৫০০ টাকা করে নগদ অর্থ বাছাইকৃতদেরকে মোবাইল ম্যাসেজের মাধ্যমে পাঠানো হবে। এদিকে করোনার কারণে সারাদেশের ক্ষতিগ্রস্ত ৫০ লাখ দরিদ্র পরিবারকে এককালীন আড়াই হাজার টাকা করে দেয়ার জন্য এক হাজার ২৫৭ কোটি টাকা ছাড় করে অর্থ মন্ত্রণালয়। ১১ মে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের দুই শাখা থেকে এ অর্থ ছাড় করা হয়েছে।
প্রধানমন্ত্রী উদ্বোধনের পর ১০ লাখ পরিবারকে এ অর্থ দেয়া হবে। এর পরবর্তী চার দিন ৪০ লাখ পরিবারকে এ অর্থ দেয়া হবে। পরিবারগুলোকে টাকা দেয়া হবে মূলত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে। এর মধ্যে রয়েছে বিকাশ, রকেট, নগদ এবং শিওরক্যাশ। অর্থাৎ নগদ সহায়তা হলেও কাউকে নগদে টাকা দেয়া হবে না। এ ক্ষেত্রে এমএফএসে বড় আকারের ভর্তুকি দিতে হচ্ছে সরকারকে। টাকা পৌঁছানোর জন্য এমএফএসগুলো পাবে প্রতি হাজারে মাত্র ছয় টাকা। হাজারে ছয় টাকা হিসাবেই পৌঁছানোর মোট খরচ দাঁড়ায় সাড়ে সাত কোটি টাকা। এ টাকা সরকার বহন করবে। পরিবারগুলোর কোনো টাকা দিতে হবে না। এ কারণে খরচের জন্য আলাদাভাবে সাত কোটি টাকা ছাড় করেছে অর্থ মন্ত্রণালয়। মোট ৫০ লাখ পরিবারের কাছে টাকা পাঠানোর কাজের মধ্যে বিকাশের ভাগে রয়েছে ১৫ লাখের দায়িত্ব। সবচেয়ে বেশি ১৭ লাখ পরিবারের কাছে টাকা পাঠাবে নগদ। বাকি ১৮ লাখ পরিবারের কাছে এ টাকা পৌঁছাবে রকেট ও শিওরক্যাশ। চট্টগ্রামের প্রত্যেক ওয়ার্ড ইউনিয়ন পর্যায়ে প্রধামন্ত্রীন নগদ অর্থ প্রদানের জন্য স্থানীয় প্রশাসন,জনপ্রতিনিধি, শিক্ষকসহ বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে যাচাই বাচাই করে এলাকা ভিত্তিক তালিকা করে পাঠানো হয়।





আর্কাইভ