শনিবার ● ১৬ মে ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে রাঙ্গুনিয়াতে খাবার বিতরণ
স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে রাঙ্গুনিয়াতে খাবার বিতরণ
মাইকেল দাশ, রাঙ্গুনিয়া প্রতিনিধি :: প্রগতিশীল স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় উদ্যোগে আজ শনিবার ১৬ মে রাঙ্গুনিয়া উপজেলা থেকে শুরু হয়ে রোয়াজারহাট পর্যন্ত ২০০ অসহায় হতদরিদ্র দিনমজুর ও পথচারীর মাঝে ইফতার ও খাবার বিতরণ করা হয়েছে। ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় প্রধান আসলাম হোসেন আসাদ এর নেতৃত্বে সামাজিক দূরত্ব বজায় রেখে এই কর্মসূচী বাস্তবায়ন করা হয়।এই কর্মসূচী বাস্তবায়নে ইচ্ছার কেন্দ্রীয় পরিষদের সহ যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃইয়াছিন আরাফাত ও চট্টগ্রাম বিভাগের প্রতিটি সমন্বয়কগন সার্বিক সহযোগীতা করেন।এই কর্মসূচী বাস্তবায়ন নিয়ে আসলাম হোসেন আসাদ বলেন, ইচ্ছার চট্টগ্রাম বিভাগীয় টিমের সকলের সার্বিক সহযোগীতায় সফলভাবে এই কর্মসূচী সম্পন্ন করতে আমি ও আমার টিম সক্ষম হয়েছি। সৃষ্টকর্তার রহমতে ২০০ জন দুস্থ ও অসহায় মানুষের ইফতার বিতরণের মাধ্যমে সফলভাবে আমরা ৩য় বারের মত চট্টগ্রামে এই রমজানে কর্মসূচী সম্পাদন করছি। এবারের কর্মসূচী বাস্তবায়নে আমার আম্মাজানের অনেক সহযোগীতা পেয়েছি যা অকল্পনীয়, তিনি নিজেই রান্না করে আমাদের এই সকল খাবার তৈরিতে সহযোগীতা করেছেন। সকলের সহযোগীতা পেলে আমরা ভবিষ্যতে আরো সফল কর্মসূচী বাস্তবায়ন করবো।করোনার এই ক্রান্তিলগ্নকালে ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা বিভাগের কর্মসূচীর পর চট্টগ্রাম বিভাগের এই কর্মসূচী বাস্তবায়ন করা হয় বলে জানা যায়। পরবর্তী কর্মসূচী পুনরায় ময়মনসিংহ, সিলেট ও রংপুর জেলার বিভিন্ন এলাকায় বাস্তবায়ন করা হবে বলে জানান কেন্দ্রীয় পরিষদের যুগ্ম সম্পাদক সাইফুল করিম বাবর। বৈশ্বিক মহামারি করোনা’র ক্রান্তিলগ্ন এই পরিবেশে সৎ ইচ্ছার জাগরণে আমরা জনতার পাশে ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার তারুণ্যের দল সর্বদা প্রস্তুত থাকবে।