শনিবার ● ১৬ মে ২০২০
প্রথম পাতা » নওগাঁ » সামাজিক দূরত্ব না মানায় নওগাঁতে দোকানপাট বন্ধ ঘোষণা
সামাজিক দূরত্ব না মানায় নওগাঁতে দোকানপাট বন্ধ ঘোষণা
সুদাম চন্দ্র, নওগাঁ জেলা প্রতিনিধি :: নওগাঁ জেলার সকল ব্যবসায়ী ও জনসাধারণকে সামাজিক দূরত্ব না মানা ও স্বাস্থ্যবিধি অনুসরণে অবহেলার কারণে জেলার সব ধরনের দোকানপাট, মার্কেট, শপিংমল বন্ধ ঘোষণা করেছে নওগাঁ জেলা প্রশাসন। আজ শনিবার জেলা প্রশাসনের এক গণবিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয়া হয়েছে।
নওগাঁ জেলা প্রশাসক মো. হরুন-অর-রশীদ স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নওগাঁ জেলার সকল ব্যবসায়ী ও জনসাধারণকে পবিত্র রমজান ও ঈদ-উল-ফিতরকে সামনে রেখে দোকান পাট ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য বাজার যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব নিশ্চিত করে সরকার কর্তৃক প্রদত্ত শর্তসমূহ পালন সাপেক্ষে খোলা রাখা হয়েছিল। কিন্তু বিগত কয়েকদিন মার্কেট ও শপিংমল সমূহ সরেজমিনে পরিদর্শনে প্রতীয়মান হয় যে, মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠানে মানুষের উপচে পড়া ভিড় এং আগত ক্রেতা ও বিক্রেতাগণ সরকার প্রদত্ত শর্ত মেনে চলার বিষয়ে সম্পূর্ণ অবহেলা প্রদর্শন করেছেন। ইতোমধ্যে, করোনাভাইরাসের সংক্রমণের হার মারাতœক আকার ধারণ করেছে। এ অবস্থা চলতে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে যাওয়ার সম্ভাবনাসহ নওগাঁ জেলায় করোনা রোগির সংখ্যা মহামারি আকার ধারন করতে পারে।
সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের পর, নওগাঁ জেলাবাসীর স্বাস্থ্য সুরক্ষা ও করোনা সংক্রমণ প্রতিরোধ এবং মৃত্যু ঝুঁকির বিষয় বিবেচনা করে জেলার সকল ধরনের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহন করা হলো। তবে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দোকান, ঔষধ, কাঁচা বাজার ও অন্যান্য পরিষেবা পূর্বের জারিকৃত নির্দেশনা অনুযায়ি এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।