রবিবার ● ১৭ মে ২০২০
প্রথম পাতা » কক্সবাজার » শরীফ আজাদের উপর হামলার প্রতিবাদে উখিয়া অনলাইন প্রেসক্লাবের বিবৃতি
শরীফ আজাদের উপর হামলার প্রতিবাদে উখিয়া অনলাইন প্রেসক্লাবের বিবৃতি
সংবাদ বিজ্ঞপ্তি :: উখিয়ায় গতকাল শুক্রবার বিকেলে মসজিদে যাওয়ার পথে ইয়াবা কারবারীদের হাতে হামলা শিকার হয়েছে সংবাদকর্মী শরীফ আজাদ। খবরটি গণমাধ্যমে চাওর হলে সর্বত্রে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে।
এদিকে উখিয়া অনলাইন প্রেসক্লাবের সদস্য ও রক্ত সহায়তাকারী শরীফ আজাদের উপর সন্ত্রাসী হামলার নিন্দা ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন সংগঠনটির আহবায়ক ওবাইদুল হক চৌধুরী, সদস্য সচিব পলাশ বড়ুয়া, সদস্যবৃন্দ অধ্যাপক আলমগীর মাহমুদ, শফিক আজাদ, শহীদুল ইসলাম, জসিম আজাদ, রফিক মাহমুদ, সালাহ উদ্দিন আকাশ, সবুজ বড়ুয়া, তানবীর শাহরিয়ার, ফেরদৌস ওয়াহিদ, রিদুয়ানুর রহমান, আরফাত চৌধুরী, কনক বড়ুয়া, তাসপ্রিয়া বিনতে, মো: হেলাল উদ্দিন, এইচকে রফিক উদ্দিন, মো: জামাল উদ্দিন, মো: ইমরান, কায়সার হামিদ মানিক, ইমরান আল মাহমুদ, মিনার, মো: রাহাত, আলাউদ্দিন সিকদার।
অন্যথায় বিবৃতিতে কঠোর কর্মসূচী গ্রহণেরও ঘোষণা দেন নেতৃবৃন্দ।