সোমবার ● ১৮ মে ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় মার্কেটসহ সকল ধরনের দোকানপাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
গাইবান্ধায় মার্কেটসহ সকল ধরনের দোকানপাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধায় করোনা ভাইরাস মোকাবেলায় জুরুরী সেবা ব্যতিত বানিজ্যিক মার্কেটসহ সকল ধরনের দোকানপাট অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
আজ সোমবার (১৮মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠকে জেলা প্রশাসক আব্দুল মতিন বলেন, পবিত্র রমজান ও ঈদ-উল-ফিতরকে সামনে রেখে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য বাজার যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সামজিক দূরত্ব নিশ্চিত করে সরকার কর্তক প্রদত্ত শর্তসমূহ পালন সাপেক্ষে খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। কিন্তু গত কয়েকদিন দোকানপাট বিশেষ করে কাপড়ের দোকান, তৈরি পোশাকের দোকান, কসমেটিক ও জুতার দোকানসমূহ সরেজমিনে পরিদর্শনে দেখা যায় এসব প্রতিষ্ঠানে আগত ক্রেতা-বিক্রেতা সরকার প্রদত্ত শর্ত মেনে চলার বিষয়ে সম্পূর্ণ অবহেলা করায় করোনা ভাইরাস সংক্রমন ব্যপকভাবে বিস্তারের ঝুঁকি সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, গাইবান্ধা জেলাবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে সোমবার জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় সোমবার ১৮ মে বিকাল ৪টা হতে গাইবান্ধা জেলার সকল কাপড়ের দোকান, তৈরি পোশাকের দোকান, কসমেটিকস ও জুতার দোকানসহ বানিজ্যিক মার্কেট বন্ধ রাখারা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তও হয় বৈঠকে।