সোমবার ● ১৮ মে ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঈশ্বরগঞ্জে দোকানপাট বন্ধ রাখার নির্দেশ ব্যবসায়ী ও পথচারীকে জরিমানা
ঈশ্বরগঞ্জে দোকানপাট বন্ধ রাখার নির্দেশ ব্যবসায়ী ও পথচারীকে জরিমানা
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব অমান্য করায় ঈশ্বরগঞ্জে সোমবার থেকে জরুরি পরিষেবা ছাড়া সব দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন। গতকাল রবিবার রাতে ঘোষিত এক আদেশ উপজেলায় মাইকিং করে জানানো হয়। আজ সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বসানো হয়েছে পুলিশি প্রহরা।
এমতাবস্থায় জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা ও মৃত্যু বিবেচনায় করোনা সংক্রমণ এড়াতে আজ সোমবার থেকে উপজেলার সব ব্যবসা প্রতিষ্ঠান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন।’ সেই নির্দেশ অপেক্ষা করে কিছু ব্যবসায়ী দোকান পাট খোলা রাখায় সাধারণ মানুষের উপচে পড়া ভিড় জমে।
খবর পেয়ে দোকান পাট বন্ধ ও জনসাধারণকে ঘরে ফেরাতে উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, সহকারী কমিশনার ভূমি সাঈদা পারভীন ও ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ মাঠে নামেন। এসময় এক ব্যবসায়ীকে ৩হাজার ও দশ পথচারীকে ২২শ টাকা জরিমানা করা হয়।
জানা যায়, ময়মনসিংহ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক আদেশে দেন, ওই আদেশে বলা হয়েছে, পবিত্র রমজান ও ঈদ উল ফিতরকে সামনে রেখে দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান, শপিংমল ও অন্যান্য বাজার যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব নিশ্চিত করে সরকার কর্তৃক প্রদত্ত শর্তসমূহ পালন সাপেক্ষে খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু বিগত কয়েকদিন বাজার ও শপিংমলসমূহ সরেজমিন পরিদর্শনে প্রতীয়মান হয় যে, বাজার, শপিংমল ও ব্যবসায় প্রতিষ্ঠানে আগত ক্রেতা-বিক্রেতারা সরকার প্রদত্ত শর্ত মেনে চলার বিষয়ে সম্পূর্ণ অবহেলা প্রদর্শন করছেন।
এজন্য, ময়মনসিংহ জেলাবাসীর স্বাস্থ্য সুরক্ষা ও মৃত্যু ঝুঁকির কথা বিবেচনা করে করোনা সংক্রমণ প্রতিরোধে ১৮ই মে, সোমবার হতে সকল ধরণের দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান ও শপিংমল বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন। তবে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকান, কাঁচাবাজার, ঔষধের দোকান এবং জরুরি পরিসেবা এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।