সোমবার ● ১৮ মে ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাজস্থলীতে গর্ভবর্তী মাদের মাঝে খাবার বিতরন
রাজস্থলীতে গর্ভবর্তী মাদের মাঝে খাবার বিতরন
চাইথোয়াইমং মারমা, রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি :: রাঙামাটি জেলাতে রাজস্থলী উপজেলার স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যেগে জাতীয় পুস্টি সপ্তাহ - ২০২০ উপলক্ষে উপজেলার তিন টি ইউনিয়নে মাঝে নব্বই জন গর্ভবতী মাকে পুস্টিকর খাবার বিতরন করা হয়েছে।
আজ ১৮ মে সোমবার সকালে বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রাঙ্গণে বিতরন কার্যক্রমে উপস্থিত ছিলেন রাজস্থলী স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শিবলু দে, বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা,বাঙ্গালহালিয়া ইউপি আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলঙ্গীর হোসেন, ইউপি সদস্য মংউ মারমা, ছালমা আক্তার ও মাথুই মারমা প্রমুখ। উল্লেখ্য, তিন ইউনিয়নে এসব পুস্টিকর খাবার ভবিৎষতে বিতরন করা হবে বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. রুইহ্লাঅং মারমা জানান।
বাংগালহালিয়া হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে সাবেক প্রধান বিহারধ্যক্ষ উঃনাইদিয়া পরলোক গমন
রাজস্থলী :: রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলাতে ৩নংবাংগালহালিয়া ইউপিতে ঐতিহ্যগত হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে সাবেক বিহারাধ্যক্ষ গত ১৬ মে শনিবার রাত আনুমানিক ৮:১০মিনিটে নিজ বৌদ্ধ বিহারে উঃনাইদিয়া মহাথেরো পরলোক গমন করেন। তাঁহার বয়স হয়েছিল প্রায় ৯০ বছর এবং ৫৭বছর বষার্বাস প্রাপ্ত হয়েছিলেন। তিনি একজন মানব জীবনে অবিবাহিতও চিরকমার ছিলেন। বৌদ্ধ ধর্মের অনুযায়ী গৃহ সংসার ত্যাগ করেছিলেন তিনি। কেন্দ্রীয় বিহারে প্রাত্তন কমিটি পক্ষে প্রবীন সদস্যরা কয়েকজন জানান, আমাদের সাবেক বিহারাধ্যক্ষ উঃনাইদিয়া মহাথেরো প্রায় ৮/১০ বছর বয়সে ভিক্ষু জীবন শুরু করে বলে জানা যায়। তিনি বৌদ্ধ ধর্মের গীতা পাঠের উপরে মায়ানমার বা বার্মা গিয়ে উচ্চ ডিগ্রী গ্রহণ করেছে। কেন্দ্রীয় বিহারে ধর্মপ্রাণ। অনুসারী উপাসক উপাসিকারা জানান,আমাদের প্রয়াত বড় ভান্তের ধর্মের দেশনায় এত সুরে মধুর আকারে দিতে পারে যা কল্পনা করা যায় না। আমরা এক ধর্মের বড় ভান্তে কে হারিয়েছি। শুধু আমাদের মাঝে রেখে যাওয়া ভান্তে সৃটি অমরে বেঁচে থাকবে। এতে কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে বর্তমান কমিটি বা অন্ত্যস্টিক্রিয়া উদযাপন,কমিটি সূত্রে জানা যায় আমাদের বৌদ্ধ ধর্মের ঐতিহ্য প্রথা অনুযায়ী প্রবীন মহাথেরো ভান্তে কে আগামী বছরে বৌদ্ধ ধর্মের নিয়মনীতি মেনে দাহ করা হবে। এক বছর পযন্ত দেহকে কফিনে রাখা হবে। সকালে ১০ টায় তাঁহার উদেশ্য আত্তা শান্তি ময় মংগল কামনা জন্য প্রদীপ পূজা,পঞ্চশীল অস্টশীল প্রার্থণা দায়ক ও দায়িকাসহ ভিক্ষু সংঘের কয়েকজন ভান্তে রা দেশনায় দিবেন। আপনার সকলে ভান্তে সুখ শান্তিময় কামনা জন্য উপাসক উপাসিকারা সাধুবাদ জানাবেন। সব্বে সত্তা সখীতা হোন্ত জগতে সকল প্রাণী সুখী হোক।
বাংগালহালিয়া হেডম্যান পাড়া খালের পাড় ভাঙনে স্থানীয়রা ঝুঁকিতে : সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ
রাজস্থলী :: রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলা ৩নং বাংগালহালিয়া ইউপি ৪নং ওয়ার্ডে অবস্থিত সরেজমিনে গত ১৬ মে শনিবার ঘুরে এসে দেখা যাচ্ছে ঐতিহ্য হেডম্যান পাড়াতে পাহাড়ী বাঙালি মিলে যুগ যুগ ধরে প্রায় ৪৫ পরিবার বসবাসরত আছে। কিন্তু দু:খের বিষয় প্রতি বছর বর্ষা মৌসুম আসলে বর্ষা পানি জোয়ারে খালে পানি বৃদ্ধি তে পাড়াতে বন্যা সহ খাল কুল ভেঙে যাচ্ছে কিন্তু প্রশাসন দেখার কেউ নেই। স্থানীয় পাড়াবাসী কয়েকজন প্রবীন অভিযোগ করে বলেন, আমরা ঝুকির মধ্যে বসবাস করছি। যেকোন সময় আস্তে আস্তে খাল কুল ভেঙে যাচ্ছে বষা মৌসুমে খালে স্রোতের জোয়ায়ে প্রতি বছর ভাঙন দেখা যায় কিন্তু দেখার কেউ নেই। তাই আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাননীয় মন্ত্রী পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয়, চেয়ারম্যান পার্বত্য উন্নয়ন বোর্ড, চেয়ারম্যান রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ, রাঙামাটি জেলা প্রশাসক, রাজস্থলী উপজেলা চেয়ারম্যান রাজস্থলী, রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার, নিবাহী প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড রাঙামাটি কার্যালয় দৃষ্টি আকর্ষণ খালের পাড় বন্ধ করার জন্য পাড়াবাসীরা জোরালো দাবী রযেছে।
এই খাল কুল বন্ধ করা না গেলে অদূর ভবিৎষতে হেডম্যান পাড়া ঐতিহ্য পাড়া বিলিন হয়ে যাবে। একদিকে পাড়াতে বর্ষা মৌসুমে বন্যা প্লাবিত দেখা যায়। প্রশাসন দেখার কেউ নেই।
স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষে কাছে দৃষ্টি আকর্ষণ করেছে।