সোমবার ● ১৮ মে ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » অসহায়দের রান্না করা খাবার দিল রেড ক্রিসেন্ট চট্টগ্রাম
অসহায়দের রান্না করা খাবার দিল রেড ক্রিসেন্ট চট্টগ্রাম
চট্টগ্রাম :: করোনা ভাইরাস পরিস্থিতে প্রতিনিয়ত সেবা কার্যক্রম পরিচালনা করছে রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম। পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দুস্থ ও অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে আজ ১৮ মে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের উদ্যোগে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের বাস্তবায়নে যুব রেড কার্যালয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে দুস্থ, অসহায় ও পথচারীদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ম্যানেজিং সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য ও জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান ডাঃ শেখ শফিউল আজম। যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুব প্রধান মোঃ ইসমাইল হক চৌধুরী ফয়সাল এর নেতৃত্বে চকবাজার থানায় দায়িত্বরত পুলিশদের জন্য ইফতার প্রেরণ করা হয়। এছাড়াও করোনা ভাইরাস সচেতনতায় মাইকিং কার্যক্রমের অংশ হিসেবে আন্দরকিল্লা, চকবাজার, ফুলতলা, কাতালগঞ্জ, ডিসি রোড, পাচঁলাইশ, বাদুরতলা এলাকায় পরিচালনা করা হয়।
উক্ত কার্যক্রম সমূহে উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্টের ইউনিট লেভেল অফিসার আবদুর রশিদ খান, সিটি রেড ক্রিসেন্টের ইউনিট লেভেল অফিসার মুহাম্মদ ইয়াহইয়া বখতিয়ার, যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের দপ্তর বিভাগীয় প্রধান আ.ন.ম তামজীদ, সিনিয়র যুব সদস্য জৌর্তিময় ধর, কার্যকরী পর্ষদ সদস্য ও যুব স্বেচ্ছাসেবকরা।