সোমবার ● ১৮ মে ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » করোনা ঝুঁকি উপেক্ষা করেই ত্রান দিয়ে যাচ্ছেন খাগড়াছড়ির এমপি
করোনা ঝুঁকি উপেক্ষা করেই ত্রান দিয়ে যাচ্ছেন খাগড়াছড়ির এমপি
প্রদীপ চৌধুরী, খাগড়াছড়ি :: করোনার মধ্যেই কর্মহীন অভাবি মানুষের মাঝে ত্রান বিলিয়ে চলেছেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। তিনি প্রতিদিনই কোন না কোন উপজেলায় ছুটে যাচ্ছেন ত্রান সামগ্রি নিয়ে। গতকাল (সোমবার) জেলার পানছড়ির দুই ইউনিয়নের ৭০০ পরিবারকে খাদ্য সহায়তা তুলে দেন।
আজ ১৮ মে সোমবার দুপুরে জেলার পানছড়ি সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ৪‘শ নারী-পুরুষের মাঝে ত্রানের খাদ্যশষ্য বিতরণ করেন শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। এর পর তিনি লতিবান ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আরো ৩শ পরিবারকে খাদ্যশষ্য চাল বিতরণ করেছেন। স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরাই স্বউদ্যোগে টাকা তুলে ত্রান সামগ্রি বিতরণের ব্যবস্থা করেন। এর বাইরেও ত্রান ও দূর্যোগ মন্ত্রনালয়ের উদ্যোগে আরো ৪শ পরিবারের মধ্যে ত্রান বিতরণ করা হয়।
ত্রান বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, এটা হলো ঈদের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার। তিনি বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা পৃথিবীতে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর ইচ্ছায় সারা দেশের ৫০ লাখ কর্মহীন পরিবারকে আড়াই হাজার টাকা করে দেয়া হচ্ছে। খাগড়াছড়িতে এমন ৬০ হাজার পরিবার নগদ অর্থ সহায়তা পাচ্ছেন। কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি করোনাকালীন সময়ে সরকারের ব্যাপক পদক্ষেপের প্রশংসা করেছেন।
ত্রান বিতরণকালে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোহম্মাদ তৌহিদুল ইসলাম, জেলা পরিষদ সদস্য সতীশ চন্দ্র চাকমা, উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ক কর্মকর্তা মো: রাকিবুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: আব্দুল মোমিন, সাবেক সভাপতি মো: বাহার মিয়া, সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: নাজির হোসেন ও প্রেস ক্লাব সভাপতি জেলা জয়নাথ দেব উপস্থিত ছিলেন।
খাগড়াছড়িতেও এবার সেনাবাহিনীর উদ্যোগে চালু হলো এক মিনিটের বাজার
খাগড়াছড়ি :: খাগড়াছড়িতেও সেনাবাহিনীর উদ্যোগে চালু হলো ‘এক মিনিটের বাজার’। এই বাজার থেকে অসহায় মানুষ বিনামূল্যে চাল, ডাল, সবজিসহ নিত্য প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারছেন। জেলার প্রান্তিক কৃষকের কাছ থেকে ন্যায্য মূলে সরাসরি সবজি সংগ্রহ করে হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করছে সেনাবাহিনী। ঈদের পরও এক মিনিটের বাজার চালু রাখার কথা জানিয়েছে গুইমারা সেনাবাহিনী।
বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতিতে অসহায়, কর্মহীন ও প্রতিবন্ধী মানুষের কাছে প্রয়োজনীয় পণ্য সামগ্রী তুলে দিতে এবার খাগাছড়ির গুইমারা সেনা রিজিয়নের সেনা সদস্যদের উদ্যোগে চালু হয়েছে এক মিনিটের বাজার। কৃষকদের কাছ থেকে ন্যায্য মূলে সবজি ক্রয় করে তা বিনামূল্যে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে বিনামূল্যে বিতরণ করা হেেয়ছে এ বাজারে। সামাজিক দূরত্ব নিশ্চিত করে কোনো প্রকার ঝামেলা ছাড়াই প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করে হতদরিদ্রগুলো। প্রবেশ পথে ছিল জীবানুনাশক বুথ ও হাত ধোয়ার ব্যবস্থাও।
জেলার মাটিরাংগা সরকারী উচ্চ বিদ্যালয় ও মানিকছড়ি রানী নীহারদেবী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এই বাজার খুলেছে সেনাবাহিনী।
এ উদ্যোগের উদ্বোধন করেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শাহরিয়ার জামান। এসময় মাটিরাঙ্গা জোন অধিনায় লেঃ কর্ণেল নওরোজ নিকোশিয়ার, সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল কাজী কাওসার জাহান, রিজিয়নের জিটুআই মেজর মঈনুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।