মঙ্গলবার ● ১৯ মে ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » দুর্গম পাহাড়ে ক্ষুধার্ত শিশুদের পরিবারকে সিডিসির পক্ষে খাদ্য সহায়তা
দুর্গম পাহাড়ে ক্ষুধার্ত শিশুদের পরিবারকে সিডিসির পক্ষে খাদ্য সহায়তা
মোহাম্মদ আব্দুর রহিম,বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের করোনা ভাইরাসের প্রভাবে ঘর বন্দী শিশুদের পরিবারের কথা কথা চিন্তা করে কমিউনিটি ডেভেলপমেন্ট কনসার্ন (সিডিসি) এর পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্পের আওতায় বান্দরবান সদর ইউনিয়নের হেব্রন পাড়ায় উপকারভোগী ৩৬০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও স্বাস্থ্য সুরক্ষার উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার ১৯ মে সকালে সদর উপজেলার হেব্রন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পিছিয়ে পড়া পাহাড়ের শিশুদের পরিবারের মাঝে সদর উপজেলার সমবায় কর্মকর্তা ক্য বু হ্রী মারমা ও পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প হেব্রন পাড়া প্রকল্প ব্যবস্থাপক লিয়েনভেল বম উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপকারভোগী শিশুদের ২৬০ পরিবারের মাঝে প্রতি পরিবারকে ১৫ কেজি করে চাল, দুই কেজি ডাল, এক লিটার তেল, ৫ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, এক কেজি লবণ, একটি গোসলের সাবান ও তিনটি কাপড় কাচার সাবানসহ পাঁচটি মাক্স করে বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে হেব্রোন পাড়া প্রধান (কারবারি) লাল লিয়ান জুয়াল বম, ইউপি মেম্বার সাংরেম বম, স্থানিয় পাকনিন বম প্রমুখ উপস্থিত ছিলেন।