মঙ্গলবার ● ১৯ মে ২০২০
প্রথম পাতা » কক্সবাজার » ৪ রোহিঙ্গাসহ কক্সবাজারে ৩৪ জনের করোনা শনাক্ত
৪ রোহিঙ্গাসহ কক্সবাজারে ৩৪ জনের করোনা শনাক্ত
পলাশ বড়ুয়া, উখিয়া প্রতিনিধি :: কক্সবাজারে সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। আজ ১৯ মে মঙ্গলবার ১৭৮টি নমুনা পরীক্ষায ৩৪ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এছাড়াও ফলোআপ পজিটিভ রয়েছেন ৮ জন। ১৩৬টি নমুনা নেগেটিভ এসেছে।
এদের মধ্যে চকরিয়া উপজেলায় সর্বাধিক ১৭ জন করোনা ‘পজিটিভ’ রয়েছেন। নতুন শনাক্ত হওয়াদের মধ্যে রামু উপজেলায় একটি বিশেষ বাহিনীর সদস্যও রয়েছেন।
কক্সবাজার মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের প্রধান ডা. রূপেশ পাল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে মঙ্গলবার ১৭৮ জন সন্দেহভাজন রোগীর করোনা ভাইরাস পরীক্ষা করা হয়। এদের মধ্যে ৪২ জনের ‘পজিটিভ’ আসে। যাদের মধ্যে ৮ জন ফলোআপ রোগী রয়েছেন।
সুত্র মতে, মঙ্গলবার নতুন শনাক্ত হওয়া ৩৪ জনের মধ্যে কক্সবাজার জেলার ২৯ জন, পার্বত্য বান্দরবান জেলার একজন ও ৪ জন রোহিঙ্গা রয়েছেন।
এদের মধ্যে কক্সবাজার সদরে ৫ জন, রামু উপজেলায় একজন, চকরিয়া উপজেলায় সর্বাধিক ১৭ জন, উখিয়া উপজেলায় ৩ জন, টেকনাফে একজন, পেকুয়ায় দুইজন ও রোহিঙ্গা শিবিরে ৪ জন এবং বান্দরবানে একজন রয়েছেন। অপরদিকে ৮ জন ফলোআপ রোগীদের মধ্যে ৭ জনই চকরিয়া উপজেলার বাসিন্দা। আরেকজন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।