বুধবার ● ২০ মে ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাপ্তাইয়ে ৫৪৬ জন মৎস্যজীবী পেলো খাদ্য সহায়তা
কাপ্তাইয়ে ৫৪৬ জন মৎস্যজীবী পেলো খাদ্য সহায়তা
অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি :: কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়া রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার ৫৪৬ জন মৎস্যজীবী পরিবার কে বিশেষ ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্য সহায়তা (চাল ) বিতরণ করা হয়েছে। প্রত্যেক পরিবারকে মে মাসের জন্য ২০ কেজি করে চাল বিতরণ করা হয়।
আজ বুধবার ২০ মে ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল মৎস্যজীবীদের হাতে ভিজিএফ এর এই চাল তুলে দেন।
এই সময় কাপ্তাই উপজেলা আ’লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, ৪ নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, কাপ্তাই ইউনিয়নের ট্যাগ অফিসার উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, কাপ্তাই মৎস্য উন্নয়ন কর্পোরেশন এর ব্যবস্হাপক মাসুদুল আলম উপস্হিত ছিলেন।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল জানান, আজ বুধবার এদের মে মাসের খাদ্য শস্য বিতরণ করা হয়েছে এবং পরবর্তীতে জুন মাসের খাদ্যশস্যও বিতরণ করা হবে।