বৃহস্পতিবার ● ২১ মে ২০২০
প্রথম পাতা » ঢাকা » ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে দুর্গত মানুষের কাছে দ্রুত খাবার পৌঁছানো আহ্বান জানিয়েছেন সাইফুল হক
ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে দুর্গত মানুষের কাছে দ্রুত খাবার পৌঁছানো আহ্বান জানিয়েছেন সাইফুল হক
ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের তান্ডবে দেশের উপকুলীয় জেলাসমূহে ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন উপকুলের বিস্তীর্ণ অঞ্চলের কয়েক লক্ষ মানুষ সর্বস্ব হারিয়েছে। তিনি অনতিবিলম্ব এই কয়েক লক্ষ দুর্গত পরিবারের কাছে জরুরী খাদ্য, ত্রাণ সামগ্রী ও তাদের পুনর্বাসনের সর্বাত্মক উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, আম্পান নামের এই ঘুর্ণিঝড় ও জলোচ্ছাসে ফসলের জমি তলিয়ে গেছে, পানির তোড়ে বাধ ভেঙে যাওয়ায় হাজার হাজার মাছের ঘের ভেসে গেছে, রাস্তা-ঘাট বিনষ্ট হয়েছে, হাজার হাজার বাড়ি ঘর ভেঙে পড়েছে, শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে; গরু-ছাগলও মারা পড়েছে।
তিনি উল্লেখ করেন সিডর, আইলা আর বুলবুলের ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই এই ঝড়-জলোচ্ছ্বাস কয়েক লক্ষ পরিবারকে আবারও চরম দুর্দশার মধ্যে ফেলে দিয়েছে। করোনা মহামারীর মধ্যে এই তা-ব অসংখ্য পরিবারকে গভীর অনিশ্চয়তায় ঠেলে দিয়েছে। বিবৃতিতে তিনি ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব করে ক্ষতিগ্রস্ত পরিবারসমূহের জন্য আশু ও দীর্ঘমেয়াদী পুনর্বাসন কর্মসূচি নেবার দাবি জানান।
তিনি বলেন, প্রাকৃতিক বর্ম হিসেবে সুন্দরবন না থাকলে ঝড়-জলোচ্ছ্বাসের ক্ষয়ক্ষতি আরো ভয়াবহ হোত। এবারও সুন্দরবন বুক আগলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি থেকে মানুষের জানমাল রক্ষা করেছে।
বিবৃতিতে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করেন এবং তাদের পরিবারের প্রতি সহানুভূতি জ্ঞাপন করেন।
খন্দকার গোলাম রহমানের মৃত্যুতে শোক প্রকাশ
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রয়াত সভাপতি খন্দকার আলী আব্বাসের বড় ভাই ইঞ্জিনিয়ার খন্দকার গোলাম রহমানের মৃত্যুতে পার্টির সাধারণ সম্পাদক গভীর শোক প্রকাশ করেন এবং বলেন ছাত্র জীবন থেকেই গোলাম রহমান প্রগতিশীল রাজনীতির সাথে যুক্ত ছিলেন। গতকাল রাতে ঢাকার কলাবাগানে ৮৭ বছর বয়সে বার্ধক্যজনীত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিবৃতিতে তিনি তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং শোক সন্তন্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।