শুক্রবার ● ২২ মে ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » লকডাউনে দোকান খোলায় এক লাখ ৩৫ হাজার টাকা জরিমানা
লকডাউনে দোকান খোলায় এক লাখ ৩৫ হাজার টাকা জরিমানা
শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটে শরণখোলায় লকডাউন অমান্য করে দোকান খোলার অপরাধে উপজেলার কয়েকটি বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় নয় ব্যবসায়ীর কাছ থেকে এক লাখ ৩৫ হাজার টাকা জরিমানা আদায় এবং একটি দোকান সিলগালা করা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে ইউএনও সরদার মোস্তফা শাহিন উপজেলাসদর রায়েন্দা বাজার, ধানসাগর ইউনিয়নের রাজাপুর ও বান্দাঘাটা বাজারে এ অভিযান পরিচালনা করেন। ইউএনও জানান, সম্প্রতি শরণখোলায় তিনজন ব্যক্তির করোনাভাইরাস সনাক্ত হয়। তাই সংক্রমণ রোধে উপজেলার সকল বাজারঘাট লকডাউন করে দেওয়া হয়। কিন্তু এক শ্রেণির ব্যবসায়ী তা অমান্য করে দোকান খোলা রেখে বেচাকেনা শুরু করেন। এতে ওই সমস্ত দোকানে ক্রেতাদের ভিড়ে করোনা সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। একারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০১৮ সালের সংক্রমণ প্রতিরোধ ও নির্মূল আইনের ২৫ ধারায় এ জরিমানা আদায় করা হয়।
সাড়ে তিন হাজার পরিবারের মাঝে বিএনপি নেতার খাদ্য সামগ্রী বিতরন
বাগেরহাট :: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে অসহায় হয়ে পড়া কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছেন মোল্লাহাট থানা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান।
শুক্রবার দুপুরে মোল্লাহাট উপজেলার উদয়পুর,চুনখোলা,গাংনি,কুলিয়া,গাওলা,কোদালিয়া,আটজুড়ি ইউনিয়নের ৬৩টি ওয়ার্ডের তিন হাজার পাঁচশত অসহায় পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়। সামাজিক দুরত্ব বজায় রেখে গাংনি ইউনিয়নের নাশুয়াখালি স্কুল মাঠে কুলিয়া,গাওলা ও গাংনি ইউনিয়নের সহ¯্রাধিক পরিবারের মাঝে ও অন্যান্যে ইউনিয়নের অসহায় পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হয়েছে।
এ সময় মোল্লাহাট থানা বিএনপির সাধারন সম্পাদক সায়েদ আলী জানান, তারেক রহমানের নির্দেশনায় বিশিষ্ট সমাজ সেবক শেখ হাফিজুর রহমান প্রতিবছরের ন্যায় এ বছরও গরীব অসহায় দুঃস্থদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন। তিনি মোল্লাহাট উপজেলার সকল ইউনয়নে প্রথম দফায় সাড়ে তিন হাজার কর্মহীন মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরন করেছেন। তার এই নিজস্ব অনুদান পেয়ে মোল্লাহাটের সকল শ্রেনীর মানুষ খুশি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মোল্লাহাট থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা তরিকুল ইসলাম,যুবদল নেতা মোল্লা মাসুদ,মফিজুল ইসলাম,ছাত্রনেতা শেখ রফিকুল ইসলাম,পাভেল মাহামুদ পরশ, কুলিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি শেখ এনায়েত হোসেন,সাধারন সম্পাদক শেখ কামরুজ্জামান,গাংনি ইউনয়ন বিএনপি সভাপতি আব্দুস সালাম, সাধারন সম্পাদক মোঃ শহীদ মোল্লা,গাওলা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃ কামরুল ফকিরসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মোল্লাহাট থানা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান জানান, করোনার দুর্যোগ মোকাবেলায় মানুষের আয় বন্ধ হওয়ায় অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমার ব্যক্তিগত অর্থায়নে প্রথম দফায় মোল্লাহাট উপজেলার ৭ টি ইউনিয়নের সাড়ে তিন হাজার মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছি। ঈদের পর দ্বিতীয় দফায় মোল্লাহাট উপজেলার বিভিন্ন শ্রমিক, চালক ও অসহায় পরিবারের মাঝে এ সহযোগীতা চলমান থাকবে বলে তিনি জানান।
মুক্তিযোদ্ধাদের মাঝে এমপি শেখ হেলালের ঈদ উপহার
বাগেরহাট :: বাগেরহাটের মোল্লাহাটে এক হাজার মুক্তিযোদ্ধাকে ঈদ উপহার দিয়েছেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন। করোনা পরিস্থিতিতে উপহার পেয়ে খুশি মুক্তিযোদ্ধারাও।
শুক্রবার সকালে ওই উপজেলার চরকুলিয়া লায়লা আজাদ কলেজ মাঠে সামাজিক দূরত্ব মেনে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
ঈদ উপহার সামগ্রীর মধ্যে রয়েছে- চাল, ডাল, তেল পেঁয়াজ, আলু, লবণ, সেমাই, চিনি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা, ইউএনও মাফফারা তাসনীন প্রমুখ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বিতরণ করেন- এমপি এ্যাড.মিলন
বাগেরহাট :: সুপার সাইক্লোন ঘুর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত ও করোনা ভাইরাসে নিজগৃহে কর্মহীন হয়ে পড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সকল শ্রেণী পেশার মানুষ ত্রাণের আওতায় আসবে। এ সরকারের আমলে কোন মানুষই অভূক্ত থাকবে না কথাগুলো বলেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বাগেরহাট-৪, আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আমিরুল আলম মিলন। শুক্রবার দিনব্যাপী ত্রাণ সামগ্রী ও ঈদ বস্ত্র বিতরণ করেন মোড়েলগঞ্জ ও শরণখোলার বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মাঝে।
উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের পলিটিক্সে আব্দুল লতিফ ঘূর্ণিঝড় আশ্রয়ন কেন্দ্রে দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এ্যাডভোকেট আমিরুল আলম মিলন। ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ৯টি ওয়ার্ডের নারী পুরুষ, প্রতিবন্ধী অস্বচ্ছল ৫শ’ পরিবারের মাঝে শাড়ী, লুঙ্গী বিতরণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এমদাদুল হক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু, যুবলীগের যুগ্ম আহবায়ক এ্যাড. তাজিনুর রহমান পলাশ, আওয়ামী লীগ নেতা ইখতিয়ার হোসেন দিলাল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক হাফিজুর রহমানসহ বিভিন্ন নেতৃবন্দ।
অপরদিকে সকালে প্রধান অতিথি এ্যাড. আমিরুল আলম মিলন সকালে পৌরসভার ১নং ওয়ার্ডে খাদ্যসামগ্রী নব্বইরশী বাসষ্ট্রান্ডে পরিবহন শ্রমিক ২০০ পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর সভার মেয়র এ্যাড. মনিরুল হক তালুকদার, কাউন্সিলর নান্না শেখ উপস্থিত ছিলেন। বিকেলে তিনি শরণখোলা উপজেলায় ঘূর্ণিঝড় আম্পানে ভেরীবাঁধ ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের খোজ খবর নেন।
প্রধানমন্ত্রীর ত্রাণ পৌছে দিলেন ডিসি মামুনুর রশিদ
বাগেরহাট :: বাগেরহাটের মোরেলগঞ্জে করোনায় কর্মহীন ও ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ সাড়ে ৩শ’ পরিবারে প্রধানমন্ত্রীর বিশেষ ত্রাণসামগ্রী পৌছে দিয়েছেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ। শুক্রবার দুপুরে তিনি মোরেলগঞ্জ সদর ইউনিয়নের কাঠালতলা গ্রামে এসব ত্রাণসামগ্রী পৌছে দেন। এর পরে তিনি ৫টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেন।উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু, নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান, মোরেলগঞ্জ সার্কেলের সহকারি পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম, সহকারি কমিশনার(ভূমি) রঞ্জণ চন্দ্র দে, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, চেয়ারম্যান মাহমুদ আলী এসময় উপস্থিত ছিলেন।