বুধবার ● ২৭ মে ২০২০
প্রথম পাতা » দিনাজপুর » ট্রেনের যন্ত্রাংশ চুরির সময় নিরাপত্তা বাহিনীর হাতে প্রকৌশলী গ্রেফতার
ট্রেনের যন্ত্রাংশ চুরির সময় নিরাপত্তা বাহিনীর হাতে প্রকৌশলী গ্রেফতার
আব্দুল্লাহ আল মামুন, দিনাজপুর প্রতিনিধি :: পার্বতীপুর রেল ইয়ার্ডের ওয়াশপিট এলাকায় অবস্থানরত ৭৬৭ আপ ৭৬৮ ডাউন আন্তঃনগর দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের বৈদ্যুতিক যন্ত্রাংশ চুরি করে খুলে নিয়ে যাওয়ার সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা শাখার জোয়ানদের হাতে গ্রেফতার হয়েছে উর্দ্ধতন উপ-সহকারী প্রকৌশলী বেতার/টেলিকম আব্দুল মালেক (৪৪)।
জানা যায়, আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গ্রেফতার আব্দুল মালেক উল্লেখিত ট্রেনের জানালা দিয়ে একটি বগিতে প্রবেশ করে। সেখানে সে পর পর পাঁচটি কম্বাইন বোর্ডের সকেট খুলে চুরি করে নিয়ে যাওয়ার সময় আরএনবি’র জোয়ানদের কাছে হাতেনাতে ধরা পরে। এ ঘটনায় রেলওয়ে আইনের ১৩ নম্বর ধারায় মামলা হয়েছে। মামলার বাদি গোয়েন্দা শাখার হাবিলদার মোঃ পান্নু মিয়া।
পার্বতীপুর রেলওয়ে নিরাপত্তা বাহিনীর এস আই ইলিয়াছ আলী জানান, গ্রেফতার আব্দুল মালেকের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হবে। তার বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার ব্রক্ষাকাপালিয়া গ্রামে। বাবার নাম মৃত এন্তাজ আলী ।
কৃষকের ধান কেটে দিলেন আওয়ামীলীগের সদস্যরা
পার্বতীপুর :: দিনাজপুরের পার্বতীপুরে নুর আলম নামের এক কৃষকের জমির ধান কেটে দিয়েছে বাংলাদেশ আওয়ামীলীগের বেলাইচন্ডি ইউনিয়ন ও ৪ নম্বর ওয়ার্ডের সদস্যরা। আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ওই ওয়ার্ডের ব্রম্মোত্তর ডাঙ্গাপাড়া গ্রামের আওয়ামীলীগ কর্মী ও কৃষক নুর আলমের প্রায় এক বিঘা জমির ধান কাটেন তারা।
জানা যায়, করোনায় ক্রান্তিলগ্নে সকলের সহযোগীতায় এগিয়ে আসার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে দেশব্যাপি আওয়ামীলীগের নেতাকর্মীরা মাঠের ধান কেটে বাড়িতে তুলে দিতে সার্বিক সহযোগীতা প্রদান করছেন। এরই অংশ হিসেবে পার্বতীপুরে বেলাইচন্ডি ইউনিয়ন ও ৪নং ওয়ার্ডের কর্মীরা এ নযীর স্থাপন করেন। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ছাদিকুল ইসলাম, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জীবন কুমার রায়, সম্পাদক জিয়াউর রহমান জিয়াসহ কমিটির অন্যান্য সদস্যরা।
পার্বতীপুরে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৪২ পরিবারের মাঝে টিন বিতরণ
পার্বতীপুর :: দিনাজপুরের পার্বতীপুরে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত আদিবাসী পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে ঢেউ টিন বিতরণ করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদের উদ্যোগে হাবড়া ইউনিয়নের আদিবাসি মাহালীপাড়া গ্রামের ৪২ পরিবারের মাঝে পরিবারপ্রতি ২ বান (বান্ডিল) করে টিন বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন- পার্বতীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ মিথুন মুন্নী, সহকারী কমিশনার (ভূমি) আবু তাহের মোঃ সামসুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান রুকশানা বারী রুকু, হাবড়া ইউনিয়নের চেয়ারম্যান আনিছুজ্জামান সরকার আনিছ প্রমুখ।
উল্লেখ্য, গত রবিবার রাতে ঘুর্ণিঝড়ের তান্ডবে পার্বতীপুর উপজেলার ৮ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত হয় হাবড়া, হামিদপুর, হরিরামপুর ও মোস্তফাপুর এ চারটি ইউনিয়নে। সোমবার দিনাজপুর জেলা প্রশাসক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সাড়ে ৭ শত পরিবারের মাঝে খাদ্য শস্য ও নগদ টাকা প্রদান করেন।