শুক্রবার ● ২৯ মে ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » করোনা উপসর্গ নিয়ে মৃত্যু ব্যাক্তি ফেলে পালিয়েছে স্বজন : লাশ দাফনের দায়িত্ব নিল গাউসিয়া কমিটি
করোনা উপসর্গ নিয়ে মৃত্যু ব্যাক্তি ফেলে পালিয়েছে স্বজন : লাশ দাফনের দায়িত্ব নিল গাউসিয়া কমিটি
আমির হামজা, ষ্টাফ রিপোর্টার :: করোনা উপসর্গ নিয়ে মোহাম্মদ নাছের উদ্দিন (৫১) নামে রাউজানের এক ব্যাক্তি চট্টগ্রাম শহরে মৃত্যু হয়েছে।
আজ ২৯ মে ভোরে ভাড়া বাসায় তার মৃত্যু হলে মরদেহ নিয়ে আসা হয় রাউজানের গ্রামের বাড়িতে। সকাল ৭টার দিকে একটি লাশবাহী এম্বুলেন্স পশ্চিম রাউজান ফকির মোহাম্মদ চৌধুরী জামে মসজিদ সংলগ্ন স্কুল মাঠে আসলে এলাকা ছেড়ে পালাতে থাকে এলাকার লোকজন। অভিযোগ উঠেছে মৃত ব্যাক্তির স্বজনরাও লাশ রেখে পালিয়ে যায়। এই অবস্থায় খবর পেয়ে লাশ দাফনের দায়িত্ব নেয় গাউছিয়া কমিটি বাংলাদেশ উত্তর রাউজান শাখা। উত্তর জেলা গাউসিয়া কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব আহসান হাবিব চৌধুরী হাসানের নেতৃত্বে গাউসিয়া কমিটির একটি স্বেচ্ছাসেবক টীম লাশ দাফনের প্রস্তুতি নিয়ে এগিয়ে আসে। তারা সুরক্ষা ড্রেস পিপি, জীবাণু নাশক উপকরণ ব্যবহার করে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বরণকারী লাশের গোসল, কাফন ও দাফন সম্পন্ন করে। লাশ দাফনের কাজে আরো অংশগ্রহন করেন গাউছিয়া কমিটি রাউজান ফকির হাট শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ রাসেদ, ফকির হাট শাখার সমাজ কল্যাণ সম্পাদক মুহাম্মদ এসকান্দর, প্রচার সম্পাদক মুহাম্মদ শামসুল আলম, গাউসিয়া কমিটি শিকদার ঘাটা ইউনিট শাখার সহ সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আবদুল জব্বার, উপজেলা গাউসিয়া কমিটির সহ দপ্তর সম্পাদক এরফান উদ্দিন চৌধুরী মারুফ, সুলতান পুর ইউনিয়ন উত্তর শাখার প্রচার সম্পাদক মুহাম্মদ এরশাদ প্রমুখ। স্বল্প পরিসরে ফকির মোহাম্মদ চৌধুরী বাড়ি জামে মসজিদ মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন উত্তর জেলা গাউসিয়া কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব আহসান হাবিব চৌধুরী। করো উপসর্গ নিয়ে মৃত্যু বরণকারী রাউজান পৌরসভা ৮ নং ওয়ার্ডের আনচার আলী গোমস্তার বাড়ির মৃত অলি মিয়ার পুত্র।
হালদায় অভিযান চালিয়ে নৌকাসহ দুইটি ইঞ্জিন ধ্বংস
রাউজান :: দক্ষিণ এশিয়া একমাত্র মৎস্য প্রজনন ক্ষেত্র ‘হালদা’র মা মাছ, ডলফিন ও জীব-বৈচিত্র রক্ষায় গতকাল ২৮ মে বৃহস্পতিবার অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযান পরিচালনা করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ। অভিযানে একটি অবৈধ ইঞ্জিন চালিত নৌকা ও দুইটি ইঞ্জিন-ধ্বংস করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ জানান, রাউজানের সংসদ সদস্যের পরামর্শক্রমে এবং চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন নির্দেশে হালদায় অভিযান চালানো হয়।
অভিযানে একটি অবৈধ ইঞ্জিন চালিত নৌকা ও দুইটি ইঞ্জিন-সহ ধ্বংস করা হয়৷ তিনি আরো জানান, হালদাকে রক্ষায় আমাদের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।