শুক্রবার ● ২৯ মে ২০২০
প্রথম পাতা » কক্সবাজার » রোহিঙ্গা ক্যাম্পে সিআইসি’র উপর হামলা, গুলিবর্ষণ : আটক-১
রোহিঙ্গা ক্যাম্পে সিআইসি’র উপর হামলা, গুলিবর্ষণ : আটক-১
পলাশ বড়ুয়া, উখিয়া প্রতিনিধি ::কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাস্পে একদল উচ্ছৃংখল রোহিঙ্গা দায়িত্বরত ক্যাম্প ইনচার্জ (সিআইসি)-এর ওপর ইট-পাটকেল নিয়ে হামলা চালিয়েছে। অবস্থা বেগতিক হলে সিআইসিকে রক্ষার জন্য কর্তব্যরত আনসারকে লাঠিচার্জ এবং শেষে গুলিবর্ষণ করতে হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে কুতুপালং ২ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রোহিঙ্গাদের অবৈধভাবে গড়ে তোলা দোকানপাট উচ্ছেদ করতে গিয়ে অল্পের জন্য ক্যাম্প ইনচার্জসহ কর্তব্যরত আনসার দলের অস্ত্রশস্ত্র রক্ষা পেয়েছে।
কর্তব্যরত ক্যাম্প ইনচার্জ (সিআইসি) খলিলুর রহমান খান একদল আনসার ও কিছু রোহিঙ্গা সদস্যদের নিয়ে অবৈধ দোকান উচ্ছেদ করতে যান।
আনসারের প্রহরায় কয়েকটি দোকান উচ্ছেদ করার সাথে সাথেই রোহিঙ্গারা ক্ষিপ্ত হয়ে উঠে। এক পর্যায়ে শত শত রোহিঙ্গা ইট-পাটকেল ও লাঠিসোটা নিয়ে ঘটনাস্থলে জড়ো হয়ে উচ্ছেদ কার্যক্রমে বাধা দিতে থাকে।
ক্যাম্পের শেড মাঝি রফিক জানান- ‘বেশ কিছু উচ্ছৃংখল তরুণ রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জ ও আনসারদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে।
এ বিষয়ে উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. নিকারুজ্জামান চৌধুরী বলেছেন, ক্যাম্প ইনচার্জ কাউকে না জানিয়ে এ ধরনের কাজ করতে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। ভাগ্য ভালো আরো বড় ধরনের ঘটনা থেকে রেহাই পাওয়া গেছে।
অপরদিকে উখিয়া থানার ওসি (তদন্ত) মো. নুরুল ইসলাম মজুমদার বলেছেন, ক্যাম্প ইনচার্জ সাহেব পুলিশকে না জানিয়ে কেবল আনসারদের সঙ্গে নিয়ে এত বড় একটি কাজ করতে গেছেন। তবুও আনসারগন দুই রাউন্ড গুলিবর্ষণ করে কোনো রকমে রেহাই পেয়েছে। তিনি জানান, আনসারগণ এ ঘটনায় জড়িত এক রোহিঙ্গাকে আটক করেছে।