শুক্রবার ● ২৯ মে ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে ঘুর্ণিঝড় আম্পানে ২ লাখ ২৭ হাজার চাষী ক্ষতিগ্রস্থ
ঝিনাইদহে ঘুর্ণিঝড় আম্পানে ২ লাখ ২৭ হাজার চাষী ক্ষতিগ্রস্থ
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ছিল ঘুর্ণিঝড় আম্পান। রাত ১০ টা থেকে শুরু হয়েছে সকাল পর্যন্ত তান্ডব চালায় আম্পান। ভেঙ্গেছে গাছ-পালা, বাড়িঘর। ভেসে গেছে খামার-পুকুরের মাছ। সেই সাথে নষ্ট হয়েছে মাঠের পর মাঠের ফসল। ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্য মতে, জেলার ৬ উপজেলায় প্রায় ২ লাখ ২৭ হাজার কৃষক আম্পানের কারণে ক্ষতিগ্রস্থ হয়েছে। জেলায় দেড় হাজার হেক্টর কলা, এক হাজার ২৫ হেক্টর শাক শবজি, ১ হাজার ৯’শ ৫০ হেক্টর মুগডাল, ২ হাজার ২০ হেক্টরের তিল, সাড়ে ৭’শ হেক্টর মরিচ, এক’শ হেক্টর বোরো ধান, দেড় হাজার হেক্টর পান বরজ, ২ হাজার ৮’শ ৭৫ হেক্টরের আম, ৪১৮ হেক্টরের লিচু ক্ষতিগ্রস্থ হয়েছে। টাকার অংকে ফসলের ক্ষতি হয়েছে ৮৮ কোটি ৮৯ লাখ টাকা। ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ভবানীপুর গ্রামের কৃষক রাশেদুল ইসলাম জানান, ঘুর্ণিঝড় আম্পানে তার দেড় বিঘা জমির পান বরজ নষ্ট হয়ে গেছে। বরজে প্রায় আড়াই লাখ টাকার পান ছিল। বিধ্বস্ত পান বরজ মেরামত করতে এখন প্রায় ১ লাখ টাকা খরচ হবে। সদর উপজেলার হলিধানী গ্রামের কলাচাষী কাদের মিয়া বলেন, এ বছর তিনি আড়াই বিঘা জমিতে কলা চাষ করেছিলেন। কয়েকদিন হলো অল্প কিছু কলা বিক্রি করতে পেরেছেন। কলা বিক্রি করে তিনি কমপক্ষে ৩ লাখ টাকা আয় করতেন। আম্পানের কারণে তার ৩ বিঘা জমির কলাগাছ ভেঙ্গে পড়েছে। মহেশপুর উপজেলার নাটিমা গ্রামের কৃষক শামীম হোসেন বলেন, আম্পানের কারণে তার মাছের খামারগুলো ভেসে গেছে। এছাড়াও তার ১০ বিঘা জমির কলাক্ষেত নষ্ট হয়েছে। মুলধন হারিয়ে এখন পথে বসেছেন তিনি। এদিকে ক্ষতিগ্রস্থ কৃষকদের তালিকা করে সরকারি ভাবে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জনপ্রতিনিধিরা। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ফুলহরি ইউনিয়নের চেয়ারম্যান জামিনুর রহমান বিপুল বলেন, ঘুর্ণিঝড় আম্পানের কারণে শৈলকুপা উপজেলার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে ফুলহরি ইউনিয়ন। শুধ এই ইউনিয়ন না। জেলার প্রতিটি ইউনিয়নের কৃষক ক্ষতিগ্রস্থ হয়েছে। এসব কৃষকদের তালিকা করে সরকারি ভাবে সহযোগিতা করলে কৃষকরা একটু হলেও বাঁচতে পারবে। তার সরকারের প্রতি আহ্বান থাকবে, এসব কৃষকদের আর্থিক ভাবে সহযোগিতা যেন করা হয়। এ ব্যাপারে ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃপাংশু শেখর বিশ^াস বলেন, ক্ষতিগ্রস্থ কৃষকদের তালিকা করা হয়েছে। পানবরজ, কলাক্ষেত, আম, লিচুসহ অন্যান্য ফসল যা রয়েছে তা সংরক্ষণ ও বিপণণের জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়াও মাঠে মাঠে গিয়ে কৃষকদের শান্তনা দেওয়া হচ্ছে।
এসএসসিতে এ প্লাস পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণার অভিযোগে যুবক গ্রেফতার
ঝিনাইদহ :: ঝিনাইদহে এসএসসি পরীক্ষার ফলাফলে এ প্লাস পাইয়ে দেওয়ার কথা বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রতারণার অভিযোগে মনিরুজ্জামান (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে সিআইডি। বৃহস্পতিবার গভীর রাতে শৈলকুপা উপজেলার গোলক নগর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে ঝিনাইদহ সিআইডি পুলিশ। আটককৃত মনিরুজ্জামান গোলকনগর গ্রামের জামাল বিশ্বাসের ছেলে। শুক্রবার সকালে ঝিনাইদহ সিআইডি পুলিশ সংবাদ সম্মেলনে জানান, অভিযুক্ত মনিরুজ্জামান সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এসএসি পরীক্ষার ফল প্রকাশকে সামনে রেখে প্রতারণা শুরু করে। হাসান মাহমুদ নামে একটি ভুয়া আইডি খুলে নিজেকে ঢাকা শিক্ষা বোর্ডের ফলাফল প্রস্তুত কাজে নিয়োজিত ব্যক্তি হিসেবে পরিচয় দেয়। যাদের পরীক্ষা খারাপ হয়েছে বা পরিবর্তণ করতে চাই বা এ প্লাস পেতে আগ্রহী তাদের ইনবক্সে যোগাযোগের আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রকার পোস্ট দেয়। পরবর্তীতে ভিকটিমের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার পর ফেসবুক থেকে তাদের ব্লক করে দেয়। অভিযোগ পেয়ে তদন্তে নামে ঝিনাইদহ সিআইডি ও জেলা পুলিশ। সাইবার পুলিশের প্রযুক্তিগত সহায়তায় আসামীর অবস্থান শনাক্ত করে বৃহস্পতিবার আসামীকে গ্রেফতার করে। এ ঘটনায় শৈলকুপা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
সংবাদ সম্মেলনে সিআইডি যশোর এন্ড কুষ্টিয়া বিভাগের বিশেষ পুলিশ সুপার শামসুল আলম, পুলিশ সুপার রেশমা শারমিন, পুলিশ পরিদর্শক কাজল কুমার শর্মাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
লিচু বাগান রক্ষায় কারেন্ট জালের ফাঁদ, মরছে পাখি
ঝিনাইদহ :: ঝিনাইদহের শৈলকুপায় রসাল লিচুর বাগান রক্ষায় লিচু চাষিরা পাতছে কারেন্ট জাল। কৃষকরা বলছেন, বনবিভাগ, কৃষিবিভাগসহ কারো কাছ থেকে কোনো সচেতনতামূলক পরামর্শ বা নির্দেশনা পান না, না বুঝে এসব করছেন। লিচু ক্ষেতে বাগানের পর বাগান চারদিকে শুধুই কারেন্ট জালের ফাঁদ। পাখির হাত থেকে লিচু ক্ষেতের ফল ও ফসল রক্ষায় এই কারেন্ট জাল ব্যবহার করে আসছে খামারি ও কৃষকেরা। পাখি যাতে করে লিচু খেতে না পারে তাই এসব ব্যবস্থা। তবে পাখিরা মিহি জাল সম্পর্কে সচেতন নয়। তারা অবাধে এসে গাছের ডালে বসতে বা উড়তে গিয়ে আটকে পড়ে মারা যাচ্ছে। লিচু বাগানের চারদিকে মাটি থেকে ৩০-৩৫ ফুট উচ্চতায় কারেন্ট জালে সারা বাগান ঢেকে রাখা হয়। আর সিনথেটিক সুতার তৈরি মিহি জালে প্রতিদিন ঝাঁকে ঝাঁকে আটকে মারা যাচ্ছে বিভিন্ন প্রজাতির দেশি পাখি। অনেক পাখিই আছে, ফল খাওয়া যাদের অভ্যাস নয়। অথচ জালের ফাঁদে পড়ে নিষ্ঠুরতার বলি হচ্ছে। ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ত্রিবেণী ইউনিয়নের কুঠিপাড়া গ্রামের লিচু বাগানগুলোতে দেখা গেল এমন হৃদয়বিদারক দৃশ্য। ঝিনাইদহের শৈলকুপায় লিচু বাগান রক্ষায় কারেন্ট জালের পাতা ফাঁদে মরছে নানা প্রজাতির পাখি। ঝিনাইদহে এভাবে প্রতিদিন পাখি নিধনে উদ্বেগ প্রকাশ করেছেন জেলার সচেতন মানুষ।
কুখ্যাত মাদক সম্রাট আলী আহম্মেদ ডিবির হাতে গ্রেফতার
ঝিনাইদহ :: ঝিনাইদহ গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল অভিযান চালিয়ে পশ্চিমাঞ্চলের কুখ্যাত মাদক সম্রাট মোঃ আলী আহম্মেদ (৬০) কে আটক করেছে। তিনি সাগান্না ইউনিয়নের সাহেবনগর গ্রামের মৃত ইয়াকুব আলী মৃধার ছেলে। পুলিশ সুত্রে জানা গেছে ওই পরিবারের সবাই মাদক ব্যবসার সাথে জড়িত। এর আগে আলী আহম্মেদের স্ত্রীও দেড় কেজি গাঁজাসহ পুলিশের হাতে গ্রেফতার হয়। ডিবি পুলিশের একটি সুত্র জানায় বৃহস্পতিবার গোপন সুত্রে খবর পেয়ে তারা সাহেবনগর গ্রামে অভিযান চালায়। এ সময় গাঁজা বিক্রির জন্য আলী আহম্মেদ কোথাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ডিবি পুলিশ এ সময় তাকে এক কেজি গাঁজাসহ আটক করে। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে বলে শুক্রবার বিকালে ডিউটি অফিসার জানান।
ঘুর্নিঝড় আম্ফানে ঝিনাইদহে ক্ষতিগ্রস্থ অসহায়দের মাঝে নগদ অর্থ সহ খাদ্য সামগ্রী বিতরন করেন ঝিনাইদহ র্যাবের-৬
ঝিনাইদহ :: ঝিনাইদহ র্যাব-৬ এর পক্ষ থেকে ঝিনাইদহে ঘুর্নিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থদের বাসস্থান মেরামতে সহায়তা ও ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে। ঘুর্নিঝড় আম্ফানে ঝিনাইদহের ৬টি উপজেলার ক্ষতিগ্রস্থ অসহায়দের মাঝে নগদ অর্থ সহ খাদ্য সামগ্রী বিতরন করেন ঝিনাইদহ র্যাবের কোম্পানি কমান্ডার জনাব মাসুদ আলম। ঝিনাইদহ র্যাবের কোম্পানি কমান্ডার জনাব মাসুদ আলম জানান, র্যাব-৬ এর সিও স্যারের নির্দেশে র্যাবের সিপিসি ২ ঝিনাইদহ ক্যাম্পের পক্ষ থেকে ঝিনাইদহ সদর ও অন্যান্য উপজেলাতে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ,খাদ্য সহায়তা প্রদান ও বসত ভিটা নির্মানে সহায়তা প্রদান করা হয়েছে। এখন পর্যন্ত প্রায় ৫০০টি পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা আমরা দিয়েছি। এছাড়াও ঝড়ে বসবাসের অযোগ্য হয়ে পড়া বসত বাড়ি মেরামতের জন্যেও আমরা নগদ অর্থ সহায়তা হিসাবে প্রদান করেছি। ঘুর্নিঝড় আম্ফানের প্রভাবে ঝিনাইদহের পোড়াহাটি ইউনিয়নের কুলচারা মসজিদের ইমাম সুরোপাড়া গ্রামের মোঃ নুরুল হুদা জানান ঝড়ে তার বসত বাড়িটি সম্পুর্নভাবে ভেঙ্গে ক্ষতিগ্রস্থ হয়ে বসবাসের অযোগ্য হয়ে যায়। ক্ষতিগ্রস্থ ব্যাক্তি বলেন আমার স্ত্রী ও দুই মেয়ে নিয়ে এখন খুব বিপদে আছি। ঝড়ে আমার টিনের তৈরি বাড়িটি সম্পুর্ন বসবাসের অযোগ্য হয়ে যাওয়ায় রাতে থাকার মতোও কোনো সুযোগ নেই সেকারনে সারারাত পরিবারের সবাইকে নিয়ে কোনো রকম পাসের একটি ঘর সামান্য মেরামত করে সেখানে আশ্রয় নিয়েছি। পাশাপাশি টাকা না থাকাতে বেশির ভাগ সময়ই না খেয়ে দিন পার করতে হচ্ছিলো। কিন্তু জানিনা কিভাবে র্যাব আমার এই করুন পরিস্থতির খবর জানতে পেরে আমার বাড়িতে এসে আমাকে আমার বসত ঘরটি মেরামতের জন্য নগদ টাকা ও খাদ্য সামগ্রী দিয়ে গেছে। এখন অন্তত র্যাবের এই সহযোগিতার কারণে ঘরটি নির্মান করে স্ত্রী ও মেয়েদের মাথা গুজার একটা ঠাই হলো। আমি র্যাবের জন্য দোআ করছি।
ভাতিজার লাঠির আঘাতে চাচা হত্যা মামলায় গ্রেফতার-২
ঝিনাইদহ :: গত ১৭ মে (রোববার) ঝিনাইদহের শৈলকুপায় ভাতিজা রজন জোয়ার্দার (৩০) এর লাঠির আঘাতে নিহত হয় নজির জোয়ার্দার (৭০) নামে তার চাচা।উপজেলার ৩নং দিগনগর ইউনিয়নের হড়রা গ্রামে এ ঘটনাটি। নিহত চাচা ওই গ্রামের মৃত তাছের জোয়ার্দারের ছেলে ও ঘাতক ভাতিজা একই গ্রামের সুন্নত জোয়ার্দারের ছেলে। এঘটনায় ওইদিনই ভাতিজা রজন, নিহতের চাচাতো ভাই সুন্নত জোয়ার্দার ও তার স্ত্রী বিউটি বেগমের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা দায়ের করা হয়। যার মামলা নং-১৫, তাং-১৭/০৫/২০২০ইং। পুলিশ সুত্রে জানা যায়, ঘটনার দিন থেকেই নামীয় আসামীগণ পলাতক ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তমালতলা ক্যাম্প ইনচার্জ এসআই তরিকুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ ও মাগুরার মুহাম্মদপুর থানার পুলিশের সহযোগিতায় আসামী সুন্নত জোয়ার্দার ও তার স্ত্রী বিউটি বেগমকে বুধবার মধ্যরাতে মুহাম্মদপুর থানা এলাকা থেকে হাতেনাতে গ্রেফতার করা হয়। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান জানান, ভাতিজার লাঠির আঘাতে চাচা হত্যা মামলার ৩ জন আসামীর মধ্যে ২ জনকে গ্রেফতার করা হলেও প্রধান আসামী রজন গ্রেফতার হয়নি। তাকে গ্রেফতার করতে পুলিশী তৎপরতা অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামীদের আদালতে প্রেরন করা হয়েছে। উল্লেখ্য, গত ১৭ মে (রোববার) সকালে চাচা নজির জোয়ার্দারের সাথে লিচুর পাড়া নিয়ে তর্কবিতর্ক হয় ভাতিজা রজনের সাথে। এরই সূত্র ধরে কথা এক পর্যায়ে চাচা ভাতিজা রজনকে লাঠি দিয়ে শরীরের আঘাত করে। চাচার লাঠি কেড়ে নিয়ে ভাতিজা রজন চাচাকে উল্টো মাথায় ও শরীরে আঘাত করে। আহত চাচাকে বাড়িতে প্রাথমিক চিকিৎসা দিলেও বিকালে অবস্থার অবনতি হলে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।
শৈলকুপায় কর্মহীন বৃদ্ধকে অটো ভ্যান উপহার
ঝিনাইদহ :: ঝিনাইদহের শৈলকুপায় করোনায় কর্মহীন হয়ে পড়া এক বৃদ্ধ কে অটো ভ্যান উপহার দেয়া হয়েছে। উদ্ভাবনী চেতনা সংসদের উদ্যোগে শুক্রবার দুপুরে শৈলকুপা প্রেসক্লাব চত্ত্বরে এ ভ্যান উপহার দেয়া হয়। উপজেলার ছোট মৌকুড়ি গ্রামের ৫০ বছর বয়সী বৃদ্ধ কর্মহীন আবেদ আলী ৪৫ হাজার টাকা মুল্যের এ অটোভ্যান পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় উদ্ভাবনী চেতনা সংসদের সভাপতি ডিপ্লোমা কৃষিবিদ আশরাফ সিদ্দিকী, সাধারণ সম্পাদক আরিফুর রহমান, আসলাম উদ্দিন, গোলাম মোস্তফা, সাজেদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া শৈলকুপা প্রেসক্লাব সভাপতি এম হাসান মুসা, সাধারণ সম্পাদক শাহীন আক্তার পলাশ সহ সংবাদকর্মীরা ছিলেন। পরে সংগঠনের পক্ষ থেকে স্থানীয় ৩শ পরিবারের মাঝে বিভিন্ন ধরনের সবজি বীজ বিতরণ করা হয়। আম্পানে ক্ষতিগ্রস্থ প্রান্তিক চাষিরা বিনামুল্যে এ সবজি বীজ পেয়ে স্বস্তি প্রকাশ করেন।