মঙ্গলবার ● ২ জুন ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাপ্তাইয়ে নৌ বাহিনীর সদস্য এবং স্থাস্থ্য কর্মী সহ আরোও ৭ জন করোনায় আক্রান্ত
কাপ্তাইয়ে নৌ বাহিনীর সদস্য এবং স্থাস্থ্য কর্মী সহ আরোও ৭ জন করোনায় আক্রান্ত
অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি :: রাঙামাটির জেলার কাপ্তাই উপজেলায় ৩য় বারের মতো হানা দিলো করোনা। গতকাল সোমবার(১ জুন) রাতে চট্টগ্রাম থেকে আসা রিপোর্টে কাপ্তাইয়ের ৭ জন করোনা সনাক্ত হয়। রাঙামাটি জেলার সিভিল সার্জন দপ্তরের কর্মরত মেডিকেল অফিসার জেলার করোনা বিষযক ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেন।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ আহমেদ চৌধুরী জানান, কাপ্তাইয়ে আক্রান্তদের মধ্য ২ জন কাপ্তাই নৌ বাহিনী শহীদ মোয়াজ্জম ঘাঁটির সদস্য এবং ৪ জন মহিলা যারা তাদের পরিবারের সদস্য। এইছাড়া কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন টেকনিশিয়ান রয়েছে আক্রান্তদের মধ্যে।
ডা. মাসুদ জানান, এর আগে একজন নৌ বাহিনীর কর্মকর্তার করোনা পজেটিভ আসায় তার সংস্পর্শে আসা লোকদের গত ২৮ মে নমুনা নেওয়া হয়। তাদের মধ্যে ৬ জনের করোনা পজেটিভ আসে। এদিকে করোনায় আক্রান্ত উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের একজন কর্মী তাদের নমুনা পরীক্ষা করতে গিয়ে আক্রান্ত হতে পারে বলে স্বাস্থ্য কর্মকর্তা জানান। গত ২৮ মে তারও নমুনা নেওয়া হয়।
বর্তমানে তাদের শরীরে অন্য কোন লক্ষন না থাকায় তারা নিজ নিজ বাসভবনে হোম কোয়ারেন্টাইন থেকে চিকিৎসা নিবেন বলে ডা. মাসুদ জানান।