মঙ্গলবার ● ২ জুন ২০২০
প্রথম পাতা » ময়মনসিংহ » ময়মনসিংহে একদিনে রেকর্ড ৮১ জনের করোনা পজিটিভ
ময়মনসিংহে একদিনে রেকর্ড ৮১ জনের করোনা পজিটিভ
ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহ মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ২টি মেশিনে ৩৭৬টি নমুনা পরীক্ষায় ৮১ জনের করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট এসেছে। আর ময়মনসিংহ জেলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীসহ ৬৩ জনের করোনা পজিটিভ হয়েছে। জেলায় একদিনে এটিই সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড।
সোমবার (১ জুন) রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ অধ্যক্ষ চিত্তরঞ্জন দেবনাথ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আক্রান্তদের মধ্যে ময়মনসিংহ সদরের ২ চিকিৎসকসহ ৪৯ জন, ঈশ্বরগঞ্জে ৫ জন, ত্রিশালে ৫জন, নান্দাইলে ৪ জনসহ জেলায় ৬৩ জন। আর নেত্রকোনা জেলা সদরে ৩ জন, কেন্দুয়ায় ৬ জন, মোহনগঞ্জে ৪ জন, পূর্বধলায় ১ জনসহ জেলায় ১৪ জন এবং জামালপুর জেলা সদরে ৪ জন রয়েছেন।
তিনি আরো জানান, এ নিয়ে ময়মনসিংহ বিভাগে মোট আক্রান্ত ১ হাজার ১৪৬ জনের মধ্যে ময়মনসিংহ জেলায় ৫৬৪ জন, জামালপুর জেলায় ২৪৪ জন, নেত্রকোনা জেলায় ২৫৪ জন, শেরপুর জেলায় ৮৪ জন রযেছেন। ময়মনসিংহ বিভাগ থেকে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৩৪ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৩ জন। এরমধ্যে ময়মনসিংহ জেলায় ৬ জন, জামালপুর জেলায় ৪ জন, নেত্রকোনা জেলায় ২ জন ও শেরপুর জেলায় ১ জন রয়েছেন।’