বুধবার ● ৩ জুন ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে বজ্রপাতে গরুসহ দুইজনের মৃত্যু
খাগড়াছড়িতে বজ্রপাতে গরুসহ দুইজনের মৃত্যু
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলা সদরের ভূয়াছড়ি ও মাটিরাঙ্গার গোমতিতে গরুসহ বজ্রপাতে দুইজন মৃত্যুবরণ করেছে। আজ ৩ জুন বুধবার দুপুরের দিকে গোমতি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের রত্নাটিলা এলাকায় মো: আদম আলী(৪০) দুই সন্তানের জনক মাঠে কাজ করার সময় একটি গরুসহ আকস্মিক বজ্রপাতে মৃত্যু বরণ করেন। অপরদিকে জেলা সদরেের ভূয়াছড়ি করিম মেম্বারের টিলায় ৫ সন্তানের জনক মো. রমজান আলী (৪৫) নামে বজ্রপাতে আরো একজনের মৃত্যুর খবর জানিয়ছেন এলাকাবাসী।
স্থানীয় সুত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মো. আদম আলী নিজের জমির বীজতলায় কাজ করছিলেন। এসময় আকস্মিক বজ্রপাতে তিনি জ্ঞান হারালে তাকে প্রত্যক্ষদর্শীরা দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান। মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামসুদ্দীন ভুইয়া জানান, দুপুরে দিকে বজ্রপাতে গোমতির রত্নাটিলা এলাকায় মো. আদম আলী (৪০) নামে এক কৃষকের মৃত্যু হওয়ার বিষয়টি অবহিত হয়েছি।