শিরোনাম:
●   খাগড়াছড়ি বাজার ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠান ●   বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ ●   খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন ●   মাটিরাঙ্গায় ট্রাক্টর উল্টে চালক নিহত ●   অদম্য সেরাদের সেরা আইডল অন্বেষণ-২০২৪ শুরু ●   ঘোড়াঘাটে যৌথ বাহিনীর অভিযান অস্ত্রসহ যুবক আটক ●   রাঙমাটি জেলা পরিষদে থেকে আওয়ামীপন্থী সদস্যদের নিয়োগ বাতিল করার দাবীতে মানববন্ধন ●   ঈশান তালুকদার মহামুনি বৌদ্ধ বিহারে গুরু আচারিয পূজা ও সংঘদান অনুষ্ঠান সম্পন্ন ●   নবীগঞ্জে মোবাইল চুরির হিড়িক ●   বাংলাদেশ রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিক কারখানায় জনবল সংকট ●   সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যু বার্ষিকীতে মানুষের ঢল ●   মিরসরাইয়ে শান্তিনীড় বৃত্তি পেলো ১১৫ জন শিক্ষার্থী ●   বাংলাদেশের সকল সম্প্রদায়ের সাথে আমাদের সংযোগ বাড়াতে চাই : পার্বত্য উপদেষ্টা ●   বিনা প্রয়োজনে রেললাইন স্টেশন স্থাপনে অর্থ লুটপাট : রেল উপদেষ্টা ●   ভোটের অধিকার প্রতিষ্ঠা করা নির্বাচন কমিশনের পবিত্র দায়িত্ব ●   গাজীপুরে ঝুঁকিপূর্ণ রেলক্রসিংয়ে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন ●   ঘোড়াঘাটে কারাবরণকৃত নেতাকর্মীদের সাথে বিএনপির মতবিনিময় ●   নবীগঞ্জে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার ●   নতুন নির্বাচন কমিশন নাসির উদ্দীন ●   আত্রাইয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে দন্ত চিকিৎসকের ভুল চিকিৎসায় গুরুতর অসুস্থ রোগী ●   যমুনা রেলওয়ে সেতুর দ্বার উন্মোচন হতে যাচ্ছে : নির্মাণে ৫০ কোটি টাকা সাশ্রয় ●   ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা ●   মিরসরাইয়ে বিশ্ব শিশু দিবস উদযাপন ●   চুয়েটে রিসার্চ বেজড টিচিং-লার্নিং ফর ইঞ্জিনিয়ারিং এডুকেশন ইন বাংলাদেশ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ●   আঞ্চলিক পরিষদ পুনর্গঠনের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ ●   ঈশ্বরগঞ্জে মাদক ব্যাবসায়ী সহ গ্রেফতার-৫ ●   বঞ্চিত ৪ উপজেলার প্রতিনিধি অন্তর্ভুক্তির দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি ●   রাউজানে যে হাটে বিক্রি হয় মানুষ ●   ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের ৪৭ সদস্যের কেন্দ্রীয় সংগ্রাম কমিটি গঠিত
রাঙামাটি, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৩ জুন ২০২০
প্রথম পাতা » অপরাধ » ধর্ষণ : অন্তঃসত্ত্বা কিশোরীকে ঔষধ প্রয়োগে গর্ভপাতের অভিযোগ
প্রথম পাতা » অপরাধ » ধর্ষণ : অন্তঃসত্ত্বা কিশোরীকে ঔষধ প্রয়োগে গর্ভপাতের অভিযোগ
বুধবার ● ৩ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ধর্ষণ : অন্তঃসত্ত্বা কিশোরীকে ঔষধ প্রয়োগে গর্ভপাতের অভিযোগ

---মো. জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানার কুশনা ইউনিয়নে ধর্ষণের শিকার প্রতিবন্ধী অন্তঃসত্ত্বা কিশোরীর ঔষধের মাধ্যমে গর্ভপাতের অভিযোগ উঠেছে। ৩নং কুশনা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের জালাল পুর গ্রামের হত দরিদ্র ফারুক হোসেনের মেয়ে রুমি খাতুন (১৭) কে গত দুই মাস পুর্বে ধর্ষণ করেন একই গ্রামের মেছের আলীর ছেলে সোহেল (২৫)। ঘটণার বিবরনে যানা যায়,ভুক্তভোগী ওই কিশোরী মাঠে ছাগল চড়াতে যেত। যেহেতু সে প্রতিবন্ধি সেই সুবাদে কৌশলে তাকে একাধিক বার ধর্ষন করেন লম্পট সোহেল।এরপর গত মে মাসে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে,কিশোরীর পরিবার বিষয়টি জেনে যায়। এ বিষয়ে ধর্ষিতার বাবা বি এম এফ টেলিভিশন এর প্রতিবেদক কে জানান, আমার মেয়ের একটু বুদ্ধি কম সে প্রতিবন্ধি,কিন্তূ তার সব কিছুই স্বাভাবিক মানুষের মত,এলাকার লম্পট সোহেল আমার মেয়েকে মাঠে একলা পেয়ে ফুসলিয়ে সর্বনাশ করেছে। পরে গত ২৩ শে মে এলাকার জনপ্রতি এবং মাতুব্বররা পারিবারিক সুরাহা করে, সোহেলের সাথে রুমির বিয়ে দেয়,কিন্তূ সোহেল ১ জুন সোমবার রাতে সেভেন আপ এর সাথে ঔষধ খাওয়ায়,বুধ বার ভোরে রুমির গর্ভপাত হয়। এখন আমার মেয়ের অবস্থা খারাপ তাকে হাসপাতালে ভর্তি করেছি। ওয়ার্ডের মেম্বার ছব্দুল আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রতিবেদক কে জানান, এ ব্যাপারে আমরা এলাকায় বসে,গত ২৩ শে মে তাদের বিয়ে দিয়েছি কিন্তূ আজকের ঘটনা খুব দু:খজনক।যেহেতু তার খুব রক্তপাত হচ্ছে,তাই মেয়ের পরিবারকে বলেছি চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করতে।

নির্দেশনা মেনে বাস চলাচল নিশ্চিত করতে পুলিশের তল্লাসী
ঝিনাইদহ :: ঝিনাইদহে সরকারি নির্দেশনা মেনে বাস চলাচল নিশ্চিত করতে চেকপোষ্ট বসিয়ে তল্লাশী করছে পুলিশ। বুধবার সকালে শহরের কেন্দ্রীয় বাসটার্মিনাল, আরাপপুর মোড়, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড ও হামদহসহ ৬ টি রুটে তল্লাশী চালানো হচ্ছে। সরকার নির্ধারিত হারে ভাড়া নেয়া হচ্ছে কিনা তা যাত্রীদের সাথে কথা বলে নিশ্চিত করা হয়। এছাড়াও স্বাস্থ্য বিধি মেনে বাসে যাত্রী উঠানো হয়েছে কিনা তা পরীক্ষা করা হয়। স্থানীয় ও দুরপাল্লার চলাচলকারী বাস থামিয়ে যাত্রী যাচাই করা হয়। এতে নেতৃত্ব দেন পুলিশ সুপার মো: হাসানুজ্জামান। এছাড়াও কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার বাসকাউন্টারে কর্মরতদের অতিরিক্ত ভাড়া না নেওয়া ও স্বাস্থ্য বিধি মেনে কাজ করার পরামর্শও দেওয়া হয়। অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার, সদর থানার ওসি মিজানুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর সালাহউদ্দিন, গৌরাঙ্গ পাল, জেলা বাসমিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতি রোকনুজ্জামান রানুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ঝিনাইদহে আগুনে পুড়ে ৪ টি দোকান ভষ্মিভুত
ঝিনাইদহ :: ঝিনাইদহ শহরের আরাপপুরে আগুনে পুড়ে গেছে ৪ টি ব্যবসায় প্রতিষ্ঠান। বুধবার সকালে এ ঘটনা ঘটে। ঝিনাইদহ ফায়ার সার্ভিসের সাব অফিসার আব্দুর রউফ মোল্লা জানান, সকালে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে টায়ার ব্যবসায়ী আলেক মিয়ার দোকানে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট প্রায় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। এরই মধ্যে পুড়ে যায় আলেক মিয়া, পাকরুল ইসলাম, ফরিদ হোসেন ও শওকত আলীর দোকান। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা।

বিপুল পরিমান নিষিদ্ধ ঔষধ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
ঝিনাইদহ :: ঝিনাইদহ শহরের আরাপপুরের একটি বাসা থেকে বিপুল পরিমান বিক্রয় নিষিদ্ধ ঔষধ জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাব-৬। মঙ্গলবার রাতে যৌথ এ অভিযান চালানো হয়। ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের এসএসপি শফিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে শহরের আরাপপুর এলাকার একটি বাসায় বিক্রয় নিষিদ্ধ ঔষধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষন করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সেখানে যৌথ অভিযান পরিচালনা করে। পরে সেখান থেকে নিষিদ্ধ সীমা ফার্মাসিউটিক্যালস এর বিক্রয় নিষিদ্ধ বিপুল পরিমান ঔষধ জব্দ করা হয়। আটক করা হয় ঔষধ ব্যবসায়ী বকতিয়ার রহমানকে। আটককৃত বকতিয়ার রহমান শৈলকুপা উপজেলার ব্রাহিমপুর গ্রামের আনছার আলীর ছেলে। পরে ভোক্তা অধিকার সংরক্ষন আইন অনুসারে ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। ঝিনাইদহ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল জানান, আটককৃত ঔষধ অনেক আগেই বিক্রয় নিষিদ্ধ করা হয়। এছাড়া নি¤œ মানের কিছু ঔষধ সেখানে সিলগালা করা হয়েছে। নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করে নকল প্রমানিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আওয়ামী লীগ কর্মীকে পিটিয়ে জখম
ঝিনাইদহ :: ঝিনাইদহ সদর উপজেলার দোগাছি ইউনিয়নের ইসলামপুর পুটিয়া গ্রামে রিন্টু বিশ্বাস (৪০) নামের এক আওয়ামী লীগ কর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে ওই গ্রামে এ ঘটনা ঘটে। রিন্টু বিশ্বাসের ভাই ঝন্টু মিয়া অভিযোগ করেন, তার ভাই রিন্টু বিশ্বাস গোয়ালপাড়া থেকে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিল। পথে গ্রামে পৌঁছালে পুর্ব থেকে ওৎ পেতে থাকা ইসলামপুর পুটিয়া গ্রামের শাহীনুর, আলতাফসহ ৭/৮ জনের একটি দল তার গতিরোধ করে লাঠি, রড দিলে এলোপাতাটি পিটিয়ে জখম করে। এসময় তার আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। ঝন্টু অভিযোগ করেন, শাহীনুর আগে বিএনপি করত। সম্প্রতি আওয়ামী লীগে যোগদান করে স্থানীয় বিএনপি নেতাদের আশ্রয় দিচ্ছে। এবং আওয়ামী লীগের কর্মীদের এভাবে মারধর ও হয়রানি করছে। এ ব্যাপারে সদর থানার ওসি মিজানুর রহমান জানান, ঘটনাটি শুনেছি। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বৃদ্ধার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা, থানায় মামলা
ঝিনাইদহ :: ঝিনাইদহের শৈলকুপায় এক বৃদ্ধর বিরুদ্ধে ৮ বছরের এক শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে উপজেলার উমেদপুর ইউনিয়নের ব্রাহীমপুর গ্রামের মাঠে। অভিযুক্ত বৃদ্ধ মানিক খা (৬৫) ব্রাহীমপুর গ্রামের মুত ইমান খার ছেলে। এ ঘটনায় নির্যাতিত শিশুটির পিতা শরিফুল ইসলাম বাদী হয়ে মঙ্গলবার দুপুরে শৈলকুপা থানায় মামলা দায়ের করেছে। মামলার তদন্ত কর্মকর্তা উপ পরিদর্শক শেখ হাদীউর রহমান জানান, সোমবার দুপুরে শৈলকুপার ব্রাহীমপুর গ্রামের শরিফুল ইসলামের কন্যা তৃতীয় শ্রেনীর ছাত্রী বাড়ির পাশের মাঠে ঘাস কাটতে যায়। এ সময় একই গ্রামের বৃদ্ধা মানিক খা তাকে পাট ক্ষেতের মধ্যে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করে। শিশুটির চিৎকারে মাঠের অন্যরা ছুটে আসলে অভিযুক্ত মানিক খা তাকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে বাড়ি পৌছে দেয় স্থানীয়রা। শিশুটির পিতা থানায় অভিযোগ দিতে ভয় পায়। মঙ্গলবার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলে নির্যাতিত শিশুটির পিতা মানিক খাঁকে আসামী করে একটি মামল মামলা দায়ের করে। তবে তাকে এখনো আটক করতে পারেনি বলে পুলিশ জানান। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রহমান জানান, ব্রাহীমপুর গ্রামে একটি শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মঙ্গলবার থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের হয়েছে।

কালীগঞ্জে ট্রাক চাপায় ইমাম নিহত
ঝিনাইদহ :: ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় মোবারকগঞ্জ চিনিকল মসজিদের পেশ ইমাম হাফেজ জালাল উদ্দিন (৬৫) নিহত হয়েছে। বুধবার দুপুরে কালীগঞ্জ শহরের পুরাতন হাট চাদনীর সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জালাল উদ্দিনের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায় এবং তিনি মোবারকগঞ্জ চিনিকল আবাসিক এলাকায় বসবাস করতেন। প্রত্যক্ষদর্শীরা, হাফেজ আলহাজ্ব জালাল উদ্দিন কালীগঞ্জ পুরাতন হাট চাদনি এলাকায় কাচা বাজার করছিলেন। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। এ সময় গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঝিাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্য শিবলি নোমানী, মোবারকগঞ্জ চিনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম রসুলসহ মোচিকের শ্রমিক কর্মচারী-কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান। কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান বিষয়টি নিশ্বিত করেছেন।





আর্কাইভ