বৃহস্পতিবার ● ৪ জুন ২০২০
প্রথম পাতা » গুনীজন » বিশিষ্ট সাংবাদিক অধ্যাপক মোজাম্মেল হক তালুকদার আর নেই
বিশিষ্ট সাংবাদিক অধ্যাপক মোজাম্মেল হক তালুকদার আর নেই
আল আমিন মন্ডল, বগুড়া প্রতিনিধি :: মরহুম সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল হক তালুকদারের বড়ছেলে ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু’র বড় ভাই অধ্যাপক মোজাম্মেল হক তালুকদার আজ বৃহস্পতিবার সাড়ে ১১টায় ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না…রাজেউন)। মরহুমের রুহের মাগফিরাত কামনা ও গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থা বগুড়া জেলা কমিটির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির সভাপতি মুহাম্মাদ আবু মুসা, সহ-সভাপতি রফিকুল ইসলাম, আমিনুর ইসলাম, সাধারণ সম্পাদক মুন্জুরুল ইসলাম মুন্জু, সহ-সাধারণ সম্পাদক আনারুল ইসলাম লিটন, সাংগঠনিক সম্পাদক আল আমিন মন্ডল, অর্থ সম্পাদক বজলুর রহমান বজলু, দপ্তর সম্পাদক হারুন অর রশিদ বিপ্লব, প্রচার সম্পাদক নজরুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আরিফুর রহমান মিঠু, শিক্ষা ও জনকল্যাণ সম্পাদক অধ্যাপক জুলফিকার আলী ভুট্টো, নির্বাহী সদস্য মীর্জা সেলিম রেজা, বাদল চৌধুরী, এসএম আবু সাঈদ, রফিকুল আলম, শফিকুল ইসলাম শফিক, মোছাব্বর হাসান মুসা, জাকির হোসেন, মতিউর রহমান মতি, রায়হান রানা, আতিকুর রহমান আতিক, আঃ হান্নœান, আয়ুব আলী, গোলাম ফারুক, শফিকুল ইসলাম শফিক, আঃ লতিফ, আমিনুল আকন্দ, হাবিবুর রহমান হাবিব, এনামুল হক, ফিরোজ কামাল ফারুক ও রেজাউল করিম সুজন প্রমূখ। উল্লেখ্য, মরহুম অধ্যাপক মোজাম্মেল হক তালুকদার কর্মজীবনে বগুড়া সরকারী শাহ সুলতান কলেজের অধ্যাপক ও বিশিষ্ট সাংবাদিক এবং বগুড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন, এছাড়া তিনি বাংলাদেশ বেতার, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস, বগুড়া থেকে প্রকাশিত দৈনিক বাংলাদেশ, দৈনিক করতোয়া, দৈনিক উত্তরাঞ্চল, দৈনিক উত্তরকোণ পত্রিকার প্রতিষ্ঠাকালীন সম্পাদক ছিলেন। বর্তমানে দৈনিক উত্তরকোণ পত্রিকার উপদেষ্টা সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন এবং রোটারী ক্লাব অব বগুড়ার প্রেসিডেন্ট ও সাধারণ সম্পাদক, বগুড়া ডায়াবেটিক হাসপাতালের কোষাধ্যক্ষ পদে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তিনি সমাজের বিভিন্ন সমাজসেবা মূলক কর্মকান্ডে জড়িত ছিলেন।