শনিবার ● ৬ জুন ২০২০
প্রথম পাতা » গাজিপুর » গণ মানুষের জন্য দিন রাত কাজ করে যাচ্ছেন কাপাসিয়ার ইউএনও
গণ মানুষের জন্য দিন রাত কাজ করে যাচ্ছেন কাপাসিয়ার ইউএনও
কাপাসিয়া প্রতিনিধি :: কাপাসিয়া উপজেলার প্রথম নারী ইউএনও মোসা. ইসমত আরা। ইউএনও হিসেবে পদোন্নতি পেয়ে প্রথম কর্মস্থল হিসেবে কাপাসিয়ায় যোগদান করেন তিনি। অনেকেই বিষয়টিকে ইতিবাচকভাবে গ্রহণ করেন নি। বিগত সময়ের পুরুষ ইউএনও গণ যেভাবে কাপাসিয়ার জনগণকে আপন করে নিয়েছেন এবং নানা প্রতিকূলতাকে দক্ষতার সাথে মোকাবেলা করে সকল শ্রেণি পেশার মানুষকে সেবা দিয়েছেন সদ্য পদোন্নতি প্রাপ্ত একজন নারীর পক্ষে তা সম্ভব নয় বলে অনেকেই মনে করতেন। কিন্তু সমালোচকদের সে ধারণা সময়ের পরিক্রমায় ভুল প্রমাণিত হয়েছে। ইতোমধ্যেই কাপাসিয়ার জনগণের কাছে তিনি অত্যন্ত প্রিয়ভাজন হয়ে উঠেছেন। জনপ্রিয়তায় রাজনৈতিক নেতাদের টপকিয়ে এগিয়ে গেছেন অনেক আগেই।
ইউএনও মোসা.ইসমত আরা তার নিয়মিত দাপ্তরিক কাজের বাহিরে কাপাসিয়ার সার্বিক উন্নয়ন ও গণমানুষের কল্যাণে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। বাল্যবিয়ে, ইভটিজিং, মাদক, অবৈধ বালু উত্তোলন, পরিবেশ দূষণ, ভেজাল পণ্য বিক্রি ও সরকারি চাল আত্মসাৎসহ নানা অপরাধ মূলক কর্মকান্ড প্রতিরোধে আপোষহীন ভূমিকা পালন করে চলছেন। সম্প্রতি করোনা ভাইরাসের ব্যাপক সংক্রমণ রোধে উপজেলার এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে গিয়ে লকডাউন বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নিয়েছেন। পাশাপাশি করোনায় আক্রান্তদের বেসরকারি পল্লী মডিউল কমিউনিটি হাসপাতালে আলাদা চিকিৎসা সেবার ব্যবস্থা করেছেন। লকডাউন শিথিল হলে হাট বাজারে, গণ পরিবহনে ও রাস্তাঘাটে সরকার নির্দেশিত স্বাস্থ্য বিধি কঠোরভাবে বাস্তবায়নের জন্য তিনি নিয়মিত তদারকি করছেন এবং কোনো রকম অনিয়ম হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্টদের দন্ড প্রদান করছেন। মানুষ মানুষের জন্য এ বিশ্বাসকে বুকে ধারণ করে কাপাসিয়ার গণ মানুষের জন্য দিন রাত কাজ করে যাচ্ছেন তিনি। অসহায়, দরিদ্র, ছিন্নমূল মানুষের সেবায় হাত বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে তার কোন ক্লান্তি ও বিরক্তি নেই। তার মোবাইল নম্বর রেয়েছে আমজনতার কাছে, ফোন পেলেই ছুটে যান তিনি সহযোগিতার জন্য।
ইউএনও মোসা. ইসমত আরা জানান, প্রজাতন্ত্রের একজন চাকুরের প্রথম কাজই হলো মানুষের সেবা দেওয়া। আর সেটা নানাভাবেই দেওয়া যায়। শুধু সদিচ্ছাটা থাকলেই হয়। মানুষের সেবা করতে পারছেন এটা ভাবতেই তার খুব ভালো লাগে। তখন আর স্বামী সন্তানের কথা মনে থাকে না। ৪ বছর বয়সী ছেলেটাকে মা ও কাজের লোকের কাছে রেখে স্বীয় দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি। তিনি আরো জানান,বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে প্রথম কর্মস্থল ছিল জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মভূমিতে। আর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে প্রথম কর্মস্থল মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ শহীদ তাজউদ্দীন আহমদের জন্মভূমি। এটা তার জন্য পরম সৌভাগ্যের বিষয়। তিনি আরো জানান, তাকে সার্বিকভাবে সহযোগিতা, পরামর্শ ও দিক নির্দেশনা দিয়ে আসছেন গাজীপুর-৪ কাপাসিয়ার সংসদ সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি।