মঙ্গলবার ● ৯ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিংড়ায় গুটি ইউরিয়া ব্যবহারে আগ্রহ বাড়ছে কৃষকদের
সিংড়ায় গুটি ইউরিয়া ব্যবহারে আগ্রহ বাড়ছে কৃষকদের
নাটোর প্রতিনিধি ::(৮ ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : রাত ১১.৩০মিঃ) ‘কম খরচে বেশী ধান, গুটি ইউরিয়ার অবদান’ শ্লোগানকে ধারণ করে নাটোরের সিংড়ায় দিন দিন বাড়ছে গুটি ইউরিয়ার সারের ব্যবহার৷ কৃষকদের আগ্রহ বাড়ায় গুটি ইউরিয়া প্রযুক্তি ও প্রয়োগ সম্পর্কে পরামর্শ দিয়ে যাচ্ছে উপজেলা কৃষি অফিস ৷ গত বছর উপজেলায় ৩৭ হাজার ১শ’ ৫০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছিল যার মধ্যে ১২শ’ ৬০ হেক্টর জমিতে গুটি ইউরিয়া ব্যবহার করা হয়৷ চলতি মৌসুমে বোরো ধান আবাদের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৩৬ হাজার ৫শ’ ৪৪ হেক্টরে এবং চাষ হয়েছে লক্ষমাত্রা ছাড়িয়ে ৩৬হাজার ৯শ’ ৫০ হেক্টর জমিতে ৷ এরমধ্যে ১৫শ’ হেক্টর জমিতে গুটি ইউরিয়া ব্যবহার করা হয়েছে৷ ছাতারদিঘী ইউনিয়নের তাইয়ুর রহমান জানান, এবার ১০বিঘা জমিতে গুটি ইউরিয়া সার ব্যবহার করেছেন৷ ফসলে গুটি ইউরিয়া সার কম লাগে এবং ফলন বেশী পাওয়া যায়৷ চৌগ্রাম ইউনিয়নের রাকিবুল হাসান জানান, এবার তিনি ২০বিঘা জমিতে গুটি ইউরিয়া সার ব্যবহার করেছেন৷ চাহিদা অনুযায়ী তিনি গুটি ইউরিয়ার ব্যবহার আরও বাড়াবেন৷ জমিতে গুটি ইউরিয়া ব্যবহারকারী উপজেলার লালোর ইউনিয়নের উত্তর ঢাকঢোর গ্রামের আলম (১২বিঘা), রাখসা গ্রামের মজিদ (৬বিঘা) ও ছোট বারই হাটি গ্রামের তছের উদ্দিন (৮বিঘা) বলেন, গুটি ইউরিয়া ব্যবহারে সুফল পেয়েছেন৷ তবে গুটি ছোট বড় হওয়ার মাঝে মধ্যেই গুটি ইউরিয়া প্রয়োগ যন্ত্র নিয়ে বিপাকে পড়তে হয়৷ জমিতে লাইন করে পুঁতে দিতে হয় বলে সময় অনেকটা বেশি লাগে৷ আর এজন্য আলাদা ভাবে মজুরী দিতে হয়৷ একবিঘা জমিতে গুটি ইউরিয়া প্রয়োগ করতে একজন মজুরের একদিন লেগে যায়৷ উপজেলার চামারী ইউনিয়নের কামাল হোসেন (৭বিঘা), আব্বাস আলী (৫বিঘা) ও আলমগীর (৩বিঘা) জানান, জমিতে গুটি ইউরিয়া ব্যবহারে ভাল ফলন হওয়ায় বিগত বারের মত এবারও তারা গুটি ইউরিয়া সার ব্যবহার করেছেন৷ প্রতি বস্তা সার (৫০কেজি) ৮শ ২০ দরে কিনতে হয়৷ আগে প্রতি বিঘা জমিতে ৫০-৫৫ কেজি ইউরিয়া সার ব্যবহার করতে হত ৷ এখন বিঘা প্রতি ২৫-২৭ কেজি গুটি ইউরিয়া ব্যবহার করলেই হয়ে যাচ্ছে ৷ সিংড়া উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন জানিয়েছেন, গুটি ইউরিয়া ব্যবহারে এ অঞ্চলের কৃষকরা বেশ লাভবান হচ্ছেন ৷ চলনবিল ও কৃষি প্রধান অঞ্চল হওয়ায় গুটি ইউরিয়া সার ব্যবহার সম্পর্কে কৃষক ও মজুরদের পরামর্শ দিতে উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৩৭জন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সার্বক্ষণিক কাজ করছে ৷ আগামীতে গুটি ইউরিয়া সার ব্যবহার আরও বাড়বে বলে তিনি জানিয়েছেন ৷