সোমবার ● ৮ জুন ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পার্বত্য মন্ত্রীর সংস্পর্শে আসা ব্যক্তিগত কর্মকর্তাসহ ৩ জন করোনায় আক্রান্ত
পার্বত্য মন্ত্রীর সংস্পর্শে আসা ব্যক্তিগত কর্মকর্তাসহ ৩ জন করোনায় আক্রান্ত
মোহাম্মদ আব্দুর রহিম, বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এর সংস্পর্শে আশা ৩ জানের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গতকাল রবিবার (৭ জুন) রাতের নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে আসলে বিষয়টি জানা যায়।
আক্রান্ত ব্যক্তিরা হলেন, পার্বত্য মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা খলিলুর রহমান সোহাগ, জেলা মহিলা আওয়ামীলীগরে নেত্রী এমে চিং মারমা ও গৃহ কর্মী থোয়াইংচ প্রু।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত বৃহষ্পতিবার তাদের নমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়েছিল। পরে রবিবার রাতে বান্দরবান স্বাস্থ্য বিভাগের হাতে রিপোর্ট আসলে এই তিনজনের শরীরে করোনা পজিটিভ বলে জানা যায়। বান্দরবান স্বাস্থ্য বিভাগ তাদের আইসোলেশনে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন।
এব্যাপারে বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা বলেন, পার্বত্য মন্ত্রী সংস্পর্শে আসা আরো তিন জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত বান্দরবান জেলায় ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। আগামীকাল পার্বত্য মন্ত্রীর সংস্পর্শে আসা আরো কয়েকজনের নমুনা সংগ্রহ করা হবে।
উল্লেখ্য, গত শনিবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির নমুনা পরীক্ষার রিপোর্টে করো না শনাক্ত হয়। পরে মন্ত্রীকে রবিবার সকাল সোয়া ১১টায় সেনাবাহিনীর হেলিকপ্টারযোগে বান্দরবান সেনানিবাস থেকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সিএমএইচেই চিকিৎসাধীন রয়েছেন।