সোমবার ● ৮ জুন ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাপ্তাই উপজেলায় করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া যুবকের করোনা পজিটিভ
কাপ্তাই উপজেলায় করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া যুবকের করোনা পজিটিভ
অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি :: রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার রাইখালী ইউপি আওতাধীন পূর্ব কোদালা এলাকার এক নার্স গত ৩১ মে করোনা উপসর্গ নিয়ে মারা যান এবং সেইদিন তার নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে পাঠানো হয়। আজ সোমবার ৮ জুন মৃত নার্স যুবকের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানিয়েছে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ আহমেদ চৌধুরী।
এদিকে কাপ্তাই উপজেলার বড়ইছড়ি এলাকার ২৩ বছরের এক যুবকের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা গেছে। কাপ্তাই স্বাস্থ্য বিভাগের তথ্য মতে উক্ত যুবক সর্দি-কাশি নিয়ে গত ১ জুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা জমা দিয়ে যায় এবং সে তখন থেকেই হোম আইসোলেশনে ছিল।
আজ সোমবার চট্টগ্রাম বিআইটিআইডি পাওয়া রিপোর্টে তার করোনা পজিটিভ এসেছে বলে জানা গেছে। করোনা পজিটিভ হওয়া যুবক রাঙ্গুনিয়া ধামাইরহাট গ্রামীন ব্যাংকে কর্মরত আছেন। বর্তমানে ঐ যুবক তার ঘরে বসে চিকিৎসা নিবেন বলে স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল জানান, সোমবার সকালে চট্টগ্রাম বিআইটিআইডি করোনা রিপোর্টে আসলে সেখানে কাপ্তাই উপজেলার দুইজনের করোনা রিপোর্ট পজিটিভ আসে তৎমধ্যে ৩১ তারিখ করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া এক নার্স যুবক এবং বড়ইছড়ি এলাকার এক ২৩ বছরের এক যুবক রয়েছে।
এদিকে কাপ্তাই থানার ওসি নাছির উদ্দিন জানান, করোনা পজিটিভ আসা ব্যক্তিদের ঘর লগডাউন করে দেওয়া হয়েছে।।