বৃহস্পতিবার ● ১১ জুন ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদম সেনা জোনের ত্রান বিতরণ
আলীকদম সেনা জোনের ত্রান বিতরণ
হাসান মাহমুদ, আলীকদম(বান্দরবান) প্রতিনিধি :: সাম্প্রতিক বৈশ্বিক মহামারী করোনা সংক্রমনের শুরু থেকে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম সেনা জোন দুষ্থ ও অসহায়দের মাঝে ত্রাণ সমগ্রী বিতরণ অব্যহত রেখেছে। এই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার সকাল নয় ঘটিকায় আলীকদম উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয় সংলগ্ন সড়কে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে আলীকদম জোন।
এসময় উপস্থিত ছিলেন আলীকদম জোনের জেডএসও মেজর মোস্তাক, ওয়ারেন্ট অফিসার মোঃ আহসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মংব্রাচিং মার্মা, ১নং সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন, ইউপি সদস্য ইছাহাক আহামদ, ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর আলম বাদশা, আলীকদম প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ প্রমূখ। এছাড়াও প্রতিদিন লকডাউন নিয়ন্ত্রনে পরিচালিত ডমিনেশন চলাকালীন এসব ত্রাণ সামগ্রী বিতরণ অব্যহত রয়েছে।
এসময় অতিথিরা কোভিড-১৯ সংক্রমনের বিষয়ে সকলকে সচেতন করেন এবং সকলকে বিনা প্রয়োজনে বাইরে যেতে নিরুৎসায়িত করেন। অতিথিরা বলেন, সরকার লকডাউন শিথীল করলেও আপনাদের পরিবার পরিজনের কথা মাথায় রেখে আপনাদেরকে সতর্কাবস্থায় চলাফেলা করতে হবে। অন্যতায় আপনার পরিবার হুমকির মুখে পড়তে পারে। যে খতি সারা জীবন আপনাকে বয়ে বেড়াতে হবে।
এদিকে একই দিন সকাল দশ ঘটিকায় আলীকদম মিঠাইঘর এর মাঠে ২য় দফায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন ওয়ারেন্ট অফিকার মোঃ আহসান।