বৃহস্পতিবার ● ১১ জুন ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » প্রবাসীবন্ধুর সহায়তা গরীবের হাতে পৌঁছে দিলো দেশের বন্ধু
প্রবাসীবন্ধুর সহায়তা গরীবের হাতে পৌঁছে দিলো দেশের বন্ধু
মাটিরাঙ্গা প্রতিনিধি :: প্রবাসীবন্ধুর সহযোগিতায় গরীরদের হাতে ত্রান পৌঁছে দিয়েছেন দেশে অবস্থানরত বন্ধু । এলাকার জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গের কাছ থেকে নেয়া তথ্যের ভিক্তিতে নির্ধারিত ব্যক্তি, নেহাত-ই যারা অস্বচ্ছল দু-বেলা খেয়ে পরে বাচঁতে যাদের কষ্ট হয়, প্রতিবন্ধী, গৃহহীন এবং গরীব অসুস্থ পরিবারদের খোঁজে বের করে দেয়া হচ্ছে প্রবাসীবন্ধুদের পাঠানো অর্থের ত্রান সহায়তা।
খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায় প্রবাসী বন্ধুদের মধ্যে বাড়ি বড়নাল বর্তমানে দুবাই প্রবাসী মো. আবদুল মজিদ ও বড়নালের ওমান প্রবাসী মো. আবুল হোসেন, সৌদি প্রবাসী মো. মোস্তফার আর্থিক সহায়তায় মানবিক দৃষ্টি কোন থেকে ছিন্নমূল এসব দরিদ্র পরিবারের জন্য কিছু করার মানসিকতা থেকে এমন আয়োজন বলে জানিয়েছেন বিতরণ কার্যক্রমের সমন্বয়ক মো. ইলিয়াছ।
মৌলিক চাহিদা কাপড়-সহ চাল, আলু, ডাল, তেল, পেঁয়াজ, রশুন সম্বলিত ত্রান সহায়তার প্যাকেট পৌঁছে দিতে পেরে মো. ইলিয়াছ প্রবাসীবন্ধুদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় চলমান এই ত্রান সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও চলমান রাখার প্রত্যয় ব্যক্ত করে বলেন, যদি পরিচিত প্রবাসীবন্ধু আরো কেউ এই কার্যক্রমে অংশগ্রহন করতে চান তাহলে যোগাযোগ করবেন।
বিতরণ কার্যক্রমে স্বচ্ছতার জন্য বিকাশের মাধ্যমে প্রবাসী এবং দোকানির মধ্যে সরাসরি লেনদেন করা হবে ইনশাল্লাহ্। এ সময় বড়নাল ইউনিয়নের ৯নং ওয়ার্ড এর সাবেক মেম্বার মো. শাহজাহান উপস্থিত ছিলেন।
আজ ১১ জুন বৃহস্পতিবার বিকালে বড়নাল ইব্রাহিমপাড়ায় মৃত আমিনের পরিবারে সহায়তা পৌঁছে দেয়ার সময় উপস্থিত ব্যক্তিবর্গের উদ্দেশ্যে তিনি এ সব কথা বলেন।