বৃহস্পতিবার ● ১১ জুন ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পাহাড়ে দিনদিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা
পাহাড়ে দিনদিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা
মোহাম্মদ আব্দুর রহিম, বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে সদর উপজেলার ভূমি কর্মকর্তাসহ ৫ জন করোনা ভাইরাসের রিপোর্ট পজিটিভ এসেছে। কক্সবাজার মেডিকেল কলেজের থেকে পাঠানো নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে আসার পর আজ বৃহস্পতিবার ১১ জুন দুপুরে তথ্যটি নিশ্চিত করেন স্বাস্থ্য বিভাগ।
শনাক্তকৃত ব্যক্তিরা হলেন, বান্দরবান উপজেলা ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) শাহীনুর আক্তার, মো. পারভেজ মুন্না, মো. মোতালিভা হোসাইন, মো. ওসমান আলী ও মো. জালাল হোসেন। তবে সনাক্তকৃত ব্যক্তিদের কারো ঠিকানা পাওয়া যায়নি।
স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন সূত্রে জানা যায়, বান্দরবানে দিন দিন করোনা ভাইরাসের তীব্রতা বাড়ার কারণে বান্দরবান সদর উপজেলা, পৌরসভা ও রুমা উপজেলাকে রেডজোন হিসেবে চিহ্নিত করে পুরোপুরি লকডাউন করে দেওয়া হয়েছে। পাশাপাশি রেড জোন এলাকাগুলিতে সেনাবাহিনী, পুলিশ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন। অপ্রয়োজনীয়’ কাউকে রাস্তায় ঘোরাঘুরি করতে দেওয়া হচ্ছে না। পুরো জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাস শনাক্ত হয়েছে সর্বমোট ৭৬ জন। উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন ২ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন।
এ ব্যাপারে বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা বলেন, দিন দিন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। ভূমি কর্মকর্তাসহ আরো ৫ জন করোনা ভাইরাস পজেটিভ এসেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য রেড জোন গুলি চিহ্নিত করে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুরোপুরি লকডাউন করে দেওয়ার হয়েছে। এপর্যন্ত আক্রান্তের সংখ্যা ৭৬ জনে দাঁড়িয়েছে। আমরা স্বাস্থ্য বিভাগ জেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছি।