বৃহস্পতিবার ● ১১ জুন ২০২০
প্রথম পাতা » ঝালকাঠি » চেচরীরামপুর ইউপিকে দূর্নীতি মুক্ত ঘোষনা করলেন চেয়ারম্যান জাকির
চেচরীরামপুর ইউপিকে দূর্নীতি মুক্ত ঘোষনা করলেন চেয়ারম্যান জাকির
গাজী মো.গিয়াস উদ্দিন,ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠি জেলার, কাঠাঁলিয়া উপজেলার ১নং চেচরীরামপুর ইউনিয়নের, ২০১৯-২০২০ অর্থ বছরের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধি ভাতাসহ সকল ভাতা ভোগীদের চুড়ান্ত নামের তালিকা প্রকাশ করা করা হয়েছে।
এ ব্যাপারে বিশিষ্ট শিল্পপতি ও চেচরীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন বলেন, আমার পরিষদের কোন দূর্নীতি বা অর্থিক লেনদেনে কেউ জরিত থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে। আমাকে চেচরীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনগণ ভোটের মাধ্যমে ম্যান্ডেট দিয়েছে। তাই জনগনের সেবা করার জন্য আমি এই চেয়ারে আছি? আমার সেবা পেতে, বা কোন ভাতা পেতে কোন প্রকার টাকা-পয়সা বা অর্থিক লেনদেন করিবেন না। এধরনের ঘটনা কেউ করলে তাহার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হইবে বলে ঘোষনা করেছি।
পরিষদের বর্তমান ৭৪ জন বয়স্ক ভাতা, ৫৬ জন বিধবা ভাতা,স্বামী পরিত্যক্তা ও ১৭৩ জন প্রতিবন্ধি ভাতাভূগীদের নামের তালিকা পরিষদের নোটিশ র্বোডে টানানো হয়েছে ও আমার সোসাল মিডিয়া ফেইজবুকে প্রকাশ করে এই ঘোষনা দিয়েছেন। এধরনের কোন অপরাধে কেউ জরিত থাকলে সরাসরি চেয়ারম্যানকে অবহিত করা জন্য অনুরোধ করেছেন।