মঙ্গলবার ● ৯ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে নকল সরবরাহের দায়ে শিক্ষকের কারাদণ্ড
গাজীপুরে নকল সরবরাহের দায়ে শিক্ষকের কারাদণ্ড
গাজীপুর জেলা প্রতিনিধি ::( ৯ ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : রাত ৮.১০মিঃ)গাজীপুরের টঙ্গীর বিসিক এলাকায় শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের দায়ে এক শিক্ষককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত৷ দণ্ডপ্রাপ্ত মো. ওবায়দুর রহমান গাজী নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক৷
পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার ৯ ফেব্রুয়ারি মঙ্গলবার ইংরেজি ২য় পত্র পরীক্ষা চলাকালে বেলা সাড়ে ১১টায় দিকে টঙ্গীর বিসিক এলাকায় শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের নকল সরবরাহের চেষ্টা করেন নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মো. ওবায়দুর রহমান গাজী৷
এসময় গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে ওই কেন্দ্র থেকে তাকে হাতেনাতে আটক করা হয়৷ পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই শিক্ষককে দুই বছরের কারাদণ্ড প্রদান করা হয়৷
এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহমুদুল হাসান আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, দায়িত্ব পালনকালে ওই শিক্ষক পরীক্ষার্থীদের নকল সরবরাহ করতে কেন্দ্রের ভেতর নকল নিয়ে যান৷ এসময় তাকে হাতেনাতে আটক করা হয়৷
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই শিক্ষককে দুই বছরের কারাদণ্ড প্রদান করা হয়৷