মঙ্গলবার ● ১৬ জুন ২০২০
প্রথম পাতা » শিরোনাম » বিশ্বনাথে করোনার হাফ সেঞ্চুরি
বিশ্বনাথে করোনার হাফ সেঞ্চুরি
বিশ্বনাথ প্রতিনিধি :: মহামারী করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে প্রবাসী অধ্যুষিত সিলেটের বিশ্বনাথ উপজেলায়। প্রায় প্রতিদিনই শনাক্ত হচ্ছে নতুন নতুন করোনা আক্রান্ত রোগী। গত কয়েকদিনের মধ্যেই উপজেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৫০ পেরিয়ে গেছে। সময়ের সঙ্গে সঙ্গে সিলেটের বিশ্বনাথে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা।
গতকাল রবিবার (১৪ জুন) রাতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় বিশ্বনাথের ব্যাংক স্টাফসহ ৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তারা হলেন- উপজেলা সদরের পূবালী ব্যাংকের একজন স্টাফ, উপজেলার শাহজিরগাঁও গ্রামের একজন, শ্বাসরাম গ্রামের একজন ও রাজাপুর গ্রামের একজন। উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ জনে।
আক্রান্তদের মধ্যে পুলিশ ও স্বাস্থ্য কর্মকর্তাসহ ২৫ জন করোনাকে জয় করে সুস্থ জীবনে ফিরেছেন। উপজেলার মোট আক্রান্তের মধ্যে বিশ্বনাথ থানার পুলিশের সদস্য ৩৬ জন।
এ ব্যাপারে বিশ্বনাথ উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুর রহমান মুসা বলেন, এখন পর্যন্ত উপজেলায় মোট ৫২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
বিদ্যুৎপৃষ্ট হয়ে শিক্ষানুরাগীর মৃত্যু
বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে বিদ্যুৎপৃষ্ট হয়ে মো. লায়েকুজ্জামান (৫৬) নামের এক শিক্ষানুরাগীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার লামাকাজী ইউনিয়নের হাজারীগাঁও গ্রামের মরহুম ছমরু মিয়ার পুত্র ও উত্তর বিশ্বনাথ হাই স্কুল পরিচালনা কমিটির অভিভাবক সদস্য। আজ সোমবার ১৫ জুন দুপুর সাড়ে ১২টার দিকে এঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যুতের লাইনে কার্বনজনিত কারণে ঘরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে লায়েকুজ্জামান বাড়ির বিদ্যুতের লাইনে জমাট বাঁধা কার্বন বাঁশ দিয়ে ছাড়ানোর চেষ্টা করছিলেন। তখন খুঁটি থেকে হঠাৎ করে বিদ্যুতের লাইন ছিটকে পড়ে লায়েকুজ্জামানের উপর। এরপর গুরুত্বর আহত অবস্থায় লায়েকুজ্জামানকে উদ্ধার করে সিলেট জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লায়েকুজ্জামান ২পুত্র ও ৩কন্যা সন্তানের জনক।
মাস্ক না থাকায় ১২ জনকে জরিমানা
বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে স্বাস্থ্যবিধি না মেনে রাস্তায় মাস্কবিহীন চলাফেরা করার দায়ে ১২ ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। করোনা সংক্রমণ প্রতিরোধে সোমবার বিকেল ৩টায় উপজেলা সদরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান। এ সময় মাস্কবিহীন চলাফেরা করায় ১২ ব্যক্তিকে ১২টি মামলার মাধ্যমে জরিমানা করা হয়।
করোনা সংক্রমণ প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান।