মঙ্গলবার ● ১৬ জুন ২০২০
প্রথম পাতা » মৌলভীবাজার » প্রধানমন্ত্রীর উপহার পেলেন বাক প্রতিবন্ধী রোজিনা
প্রধানমন্ত্রীর উপহার পেলেন বাক প্রতিবন্ধী রোজিনা
এম এ কাদির চৌধুরী ফারহান, কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে প্রধানমন্ত্রীর উপহার দূর্যোগ সহনীয় বাসগৃহ পেলেন বাক প্রতিবন্ধী রোজিনা আক্তার।
রবিবার (১৪ জুন) বেলা প্রায় ২টায় শমশেরনগর ইউপি’র ভরতপুর গ্রামে ‘টিআর ও কাবিটা’ কর্মসূচীর আওতায় প্রায় তিন লাখ (২,৯৯০০০) টাকা ব্যয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উপহার কাজের শুভ সূচনা করেন- আলহাজ¦ উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এম পি’র পক্ষে এমপির ছোট ভাই ও কমলগঞ্জ-শ্রীমঙ্গলের উন্নয়ন সমন্বয়ক ইমতিয়াজ আহমেদ বুলবুল। এর আগে একই বিষয়ে শমশেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ এর সভাপতিত্বে সুবিধাভোগীর ভিটায় এক উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী, সমাজকর্মি ও কমলগঞ্জ উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল। বৈঠকে আলোচনা করেন, কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আছাদুজ্জামান, এএটিএম বহুমুখী উচ্চ বিদ্যালয় শমশেরনগর এর সাবেক সভাপতি এবিএম আরিফুজ্জামান অপু, কমলগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো: আব্দুল মালিক বাবুল।
এসময় উপস্থিত ছিলেন, শমশেরনগর ইউপির ৬ নং ওয়ার্ড সদস্য শেখ রায়হান ফারুক, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী মো: তোয়াহিদ আলী, সাংবাদিক এস এ চৌধুরী জয়, শিক্ষক অনিমেষ পাল লিটন, যুবলীগ নেতা আমিনুল ইসলাম, শমশেরনগর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ আহমদ, আলহাজ¦ উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এম পি অনলাইন ফোরাম’র যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন আহমেদ রাজসহ এলাকার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়শী প্রশংসা করে ও মৌলভীবাজার-৪ আসনের আলহাজ¦ উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এম পির বিশেষ বরাদ্দ কৌটা থেকে রোজিনা আক্তারকে তালিকায় অন্তর্ভূক্তির ফলে দূর্যোগ সহনীয় বাসগৃহ পেয়েছেন জানিয়ে বক্তারা কমলগঞ্জ-শ্রীমঙ্গলে ড. আব্দুস শহীদ এম পির নেতৃত্বে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের চিত্র তোলে ধরেন। পাশাপাশি বৈশি^ক মহামারি করোনা বিষয়ে সবাইকে আরোও সচেতন-সতর্ক হওয়ার জন্য পরামর্শ প্রদান করা হয়। কমলগঞ্জে দূর্যোগ সহনীয় বাসগৃহ ২৪টি বরাদ্দ এবং এর আগে ২/৩টিতে এ রকম উঠান বৈঠক করা হয়নি জানিয়ে এ উঠান বৈঠকেরও প্রশংসা করা হয়।
ছাত্রদের পাঠ সহায়ক সাজেশন ও হেন্ডনোট বিতরণ
কমলগঞ্জ :: বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রভাবে বাড়িতে থাকা ছাত্রদের অগ্রগতির প্রস্তুতির লক্ষ্যে বাড়ি বাড়ি গিয়ে পাঠ সহায়ক সাজেশন ও হেন্ডনোট বিতরণ করলো মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের শ্রীনাথপুর মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার (১৫ জুন) সকাল ১০টা থেকে ওই বিদ্যালয়ের প্রত্যক ছাত্রদের বাড়ি বাড়ি গিয়ে এসব শিক্ষাসামগ্রী বিতরণ করা হয় এবং তাদের পরিক্ষার প্রস্তুতি গ্রহনে অবহিত করা হয়। পাঠ সহায়ক সাজেশন ও হেন্ডনোট বিতরণ করেন মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশিষ্ট লেখক-গবেষক আহমদ সিরাজ, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য ও ভারপ্রাপ্ত সভাপতি শামসুজ্জামান চৌধুরী, সহকারি শিক্ষক মো মশিউর রহমান চৌধুরী, পিন্টু দেব ও কার্যনির্বাহী কমিটির সদস্য মো. আবুল হোসেন।
আলাপকালে মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশিষ্ট লেখক-গবেষক আহমদ সিরাজ জানান, ছাত্রদের লেখাপড়ায় সঠিকভাবে যুক্ত থাকার জন্য এসব শিক্ষা সহায়ক পাঠ সাজেশন ও হেন্ডনোট ছাত্রদের বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করা হয়। এতে ছাত্র ও অভিভাবকরা খুশী হয়েছেন। এছাড়া ছাত্রদের বিশেষ ব্যবস্থায় এক পরীক্ষা গ্রহণের প্রস্তুতি চলছে।
সিলেটের সাবেক মেয়র কামরানের মৃত্যুতে কমলগঞ্জে শোক প্রকাশ
কমলগঞ্জ :: সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিশিষ্টজনরা শোক প্রকাশ করেছেন। শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি, কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আছলম ইশবাল মিলন, সাধারণ সম্পাদক এড. এএসএম আজাদুর রহমান, উপজেলা যুবলীগ সভাপতি ও কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, মৌলভীবাজার জেলা যুবলীগের সহ সভাপতি পৌর কাউন্সিলর মো. আনোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান আলতা, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল, সাধারণ সম্পাদক সাকের আলী সজিবসহ কমলগঞ্জ উন্নয়ন পরিষদ, উপজেলা পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, উপজেলা মহিলা আওয়ামীলীগ, মহিলা পরিষদ, কমলগঞ্জ সাংবাদিক ফোরাম, কমলগঞ্জ প্রেসক্লাব, উদীচী শিল্পীগোষ্ঠী, বঙ্গবন্ধু ফাউন্ডেশেন, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা প্রমুখ।