মঙ্গলবার ● ১৬ জুন ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » ময়মনসিংহে একদিনে রেকর্ড ১৬২ জনের করোনা পজিটিভ
ময়মনসিংহে একদিনে রেকর্ড ১৬২ জনের করোনা পজিটিভ
ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে করোনা পরীক্ষায় ময়মনসিংহ বিভাগে একদিনে সর্বোচ্চ ১৬২ জনের করোনা পজিটিভ হয়েছে। এরমধ্যে ময়মনসিংহ জেলায় ১১৮ জন, নেত্রকোনা জেলায় ১৮ জন, শেরপুর জেলায় ৭ জন এবং জামালপুর জেলায় ৬ জন।
সোমবার (১৫ জুন) দুপুরে ময়মনসিংহের সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, একদিনে করোনা শনাক্ত হওয়া বিভাগে এটি সর্বোচ্চ। আর ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলায় এখন পর্যন্ত ১,০৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার (১৫জুন) জেলায় নতুন করে ১১৮ জনের করোনা শনাক্ত করা হয়।
তিনি আরো জানান, ময়মনসিংহ জেলায় আক্রান্ত ১১৮ জনের মধ্যে ১০ জন র্যাব সদস্য, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর এলাকায় ৫২ জন, ঈশ্বরগঞ্জে ১৭ জন, মুক্তাগাছায় ১৪ জন, নান্দাইলে ৮ জন, হালুয়াঘাটে ৯ জন, গৌরীপুরে ৪ জন, ভালুকায় ৯ জন ও ফুলবাড়িয়ায় ৩ জন।এছাড়াও জেলায় ১০ জনের ফলোআপ পজিটিভ হয়েছে।
অন্যদিকে, নেত্রকোনা জেলার ১৮ জনের মধ্যে সদরে ৯ জন, বারহাট্রায় ৪ জন, কেন্দুয়ায় ৪ জন ও দূর্গাপুরে ২ জন ।
জামালপুর জেলার ৬ জনের মধ্যে সদরে ৪ জন, দেওয়ানগঞ্জে ১ জন ও সরিষাবাড়িতে ১ জন।
শেরপুর জেলায় ৭ জনের মধ্যে সদরে ৫ জন, শ্রীবর্দিতে ১ জন ও নালিতাবাড়িতে ১ জন।
এনিয়ে ময়মনসিংহ বিভাগে মোট আক্রান্ত ২,০২৩ জনে দাড়িয়েছে। যার মাঝে ময়মনসিংহ জেলায় ১,০৫৯ জন, জামালপুর জেলায় ৪২০ জন, নেত্রকোনা জেলায় ৩৪৬ জন এবং শেরপুর জেলায় ১৮২ জন।
সোমবার (১৫জুন) ময়মনসিংহ বিভাগে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন। এনিয়ে বিভাগের চার জেলায় সুস্থ্য হলো ৭৪৪ জন।
ময়মনসিংহ বিভাগে সর্বমোট মারা গেছেন ২১ জন। এর মধ্যে ময়মনসিংহ জেলায় ১১ জন, জামালপুর জেলায় ৫ জন এবং নেত্রকোনা জেলায় ৩ জন ও শেরপুর জেলায় ২ জন।
প্রসঙ্গত, ময়মনসিংহ সিটি করপোরেশনের ময়মনসিংহ নগরীর চরপাড়া ও মেডিক্যাল কলেজ এলাকা, কাঁচিঝুলি ও আকুয়া এলাকা এবং ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নকে রেড জোন হিসেবে ঘোষণা করেছে জেলা প্রশাসন। এসব এলাকায় কঠোর নিয়ন্ত্রণ আরোপ এবং রেড জোন চিহ্নিত এলাকায় লাল পতাকা উত্তোলন, মানুষের চলাচল ও দোকানপাট সীমিত করার জন্য কড়াকড়ি আরোপের সিদ্ধান্তও জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে।