বৃহস্পতিবার ● ১৮ জুন ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » দস্যুদের আস্তানার সন্ধান সুন্দরবনে অস্ত্র উদ্ধার
দস্যুদের আস্তানার সন্ধান সুন্দরবনে অস্ত্র উদ্ধার
শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি :: সুন্দরবনের পূর্বপাশে মাঝের চরে জলদস্যুদের অস্ত্র তৈরির আস্তানার সন্ধান মিলেছে। গতকাল বুধবার রাত ৮টায় পাথরঘাটা কোস্টগার্ড ও পুলিশের যৌথ আভিযানে এ আস্তানার সন্ধান মেলে। কোস্টগার্ড পাথরঘাটা স্টেশন কমান্ডার জানান, আবারও সমুদ্রে দস্যুতা করতে একটি কুচক্রি মহল জলদস্যু বাহিনী তৈরি ও বাহিনী তৈরিতে উৎসুকদের কাছে অস্ত্র তৈরি করে সরবরাহ করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের পূর্বাংশে বেলা ১২টার পর অভিযান শুরু করা হয়। একপর্যায়ে মাঝের চর নামক এলাকায় অস্ত্র তৈরির আস্তানা পাওয়া যায়। পরে রাত ৮ টার দিকে আস্তানায় অভিযান শুরু করা হয়। তিনি আরও জানান, কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে অস্তানার জলস্যুরা পালিয়ে যায়। পরে জঙ্গলের বিভিন্ন স্থানে আস্তানার ঝুপরি ঘর থেকে ৫টি পাইপগান ও অস্ত্র তৈরির বিভিন্ন সামগ্রী ও বেশ কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।