শুক্রবার ● ১৯ জুন ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে লকডাউনেও করোনা আক্রান্তের সংখ্যা একদিনে ২৯, মোট আক্রান্ত ১৩৯ জন
বান্দরবানে লকডাউনেও করোনা আক্রান্তের সংখ্যা একদিনে ২৯, মোট আক্রান্ত ১৩৯ জন
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে রেডজোনে লাকডাউন হওয়া সত্বেও দিন দিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) রাত সাড়ে ১০ টার দিকে কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের পাঠানো নমুনা পরীক্ষার রিপোর্টে বান্দরবান জেলায় ১৯ জন করোনা আক্রান্তের শনাক্ত হওয়ার বিষয়ে কর্মরত সাংবাদিকদের নিশ্চিত করেন বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা। এরই মধ্যে পুরো বান্দরবান জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৩৯জনে দাঁড়িয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন মোট ৩২ জন।
স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা যায়, বৃহস্পতিবারের করোনা রিপোর্টের তালিকায় বেশিরভাগই বান্দরবান সদরের বাসিন্দা। তালিকায় বান্দরবান সদরের ২৩ জন ও লামা উপজেলার ৬ জানের নাম রয়েছে।
এ ব্যাপারে বান্দরবানের সিভিল সার্জন ডা. অং সুই প্রু মারমা বলেন, জনগণের অসচেতনতার কারণে করাকরি লকডাউন থাকা সত্ত্বেও দিনদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে। বৃহস্পতিবারের কক্সবাজার মেডিকেল এর নমুনা পরিক্ষার রিপোর্টে ২৯ জন পজেটিভ এসেছে। এপর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা মোট ১৩৯ জন। সুস্থ হয়েছে মোট ৩২ জন।