শুক্রবার ● ১৯ জুন ২০২০
প্রথম পাতা » দিনাজপুর » লকডাউনকৃত বাড়িতে খাদ্য সামগ্রী পৌছালেন পার্বতীপুর ছাত্রলীগ
লকডাউনকৃত বাড়িতে খাদ্য সামগ্রী পৌছালেন পার্বতীপুর ছাত্রলীগ
আব্দুল্লাহ আল মামুন, দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরে পার্বতীপুরে পুরাতন বাজার রেলগেট সংলগ্ন জাকিয়া সুলতানা (২৮) নামে এক ব্যক্তির দেহে করোনা পজেটিভ হওয়ার ঘটনায় তার বাড়িকে লকডাউন ঘোষনা করেছে প্রশাসন। গতকাল বৃহস্পতিবার প্রাপ্ত ফলাফলে তার দেহে করোনা পজেটিভ আসে। এর পর পরই ওই বাড়িকে লক ডাউন করেন স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসন। হোম আইসোলেশনে থাকার পাশাপাশি ঘর থেকে বের না হতে তাকে কঠোর নির্দেশ দেয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। এদিকে, আক্রান্ত ব্যক্তির বাড়ি ডাউন করার পর সেই পরিবারের খবর নিয়েছেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইয়ংস্টার ক্লাবের সভাপতি সমাজ সেবক আমজাদ হোসেন। তার নির্দেশে আজ শুক্রবার সকালে ওই বাড়িতে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন স্বপন।
স্বপন আরও জানান, সমাজসেবক আমজাদ হোসেনের নির্দেশে শুরু থেকেই পার্বতীপুর উপজেলা ছাত্রলীগ লক ডাউনকৃত বাড়িতে খাদ্য সামগ্রী সরবরাহের কাজ করে আসছি। আগামীতেও এ কার্যক্রম চলমান থাকবে বলে উল্লেখ করেন তিনি।