শনিবার ● ২০ জুন ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » মহালছড়িতে প্রান্তিক জনগোষ্ঠির মাঝে প্রয়োজনীয় সামগ্রী বিতরন
মহালছড়িতে প্রান্তিক জনগোষ্ঠির মাঝে প্রয়োজনীয় সামগ্রী বিতরন
মহালছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির মহালছড়িতে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, সোলার প্যানেল, স্প্রে মেশিন ও প্রধান মন্ত্রীর ত্রাণ উপহার বিতরণ করেছে পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদ। আজ ২০ জুন শনিবার সকালে উপজেলা টাউন হলে মহালছড়ি জোনের কমান্ডার লে. কর্ণেল মেহেদী হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, পার্বত্য জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা, মহালছড়ি থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম ও মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল উপস্থিত ছিলেন।
আয়োজকরা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মতে, করোনার ভয়াবহ এ সময়ে স্বাস্থ্য বিধি মেনে চলার পাশাপাশি নিরাপদে থেকে কৃষি জমির যথাযথ ব্যবহার করে প্রান্তিক জনগোষ্ঠিরা জীবিকার সন্ধান করতে হবে। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ি জেলা পরিষদ এর পক্ষ থেকে প্রান্তিক জনগোষ্ঠিত মাঝে এসব প্রয়োজনীয় সামগ্রী বিতরন করা হয়। বিতরনকৃত সামগ্রী সমূহ যথাযথ ব্যবহার করার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়।