সোমবার ● ২২ জুন ২০২০
প্রথম পাতা » কক্সবাজার » বন্যা কবলিত গৃহহীন রোহিঙ্গাদের জরুরী খাদ্য সরবরাহ করছে এনজিও রিক
বন্যা কবলিত গৃহহীন রোহিঙ্গাদের জরুরী খাদ্য সরবরাহ করছে এনজিও রিক
পলাশ বড়ুয়া, উখিয়া প্রতিনিধি :: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধ্বস ও ভারী বর্ষণে প্লাবিত হয়ে গৃহহীন রোহিঙ্গাদের মাঝে জরুরী খাদ্য সরবরাহ করছে এনজিও সংস্থা রিক।
বিশ্ব খাদ্য কর্মসূচীর (ডাব্লিউএফপি)র অর্থায়নে আরআরআরসি ও উপজেলা প্রশাসনের অনুমোদন নিয়ে ৩৪টি ক্যাম্পে সেভ দ্যা চিলড্রেন, ব্র্যাক, ওয়ার্ল্ড ভিশন খাদ্য সরবরাহ করলেও শুধুমাত্র ৭২ ঘন্টার ইমার্জেন্সীতে জরুরী খাদ্য সরবরাহ করছে এনজিও সংস্থা রিক এমনটি জানিয়েছেন প্রকল্প সমন্বয়কারী আবু হোসেন।
‘হট মিল’ প্রকল্পে দায়িত্বরত রিকের ডিসট্রিভিউশন ম্যানেজার বিনয় ভূষণ রায় বলেন, গত ১১ জুন থেকে ১৪টি ক্যাম্পের গৃহহীন ৩৯৫ রোহিঙ্গা পরিবারের মাঝে ৬৪৮১ প্যাকেট ‘হট মিল’ বিতরণ করা হয়। প্রতিটি ৫৫ টাকার প্যাকেটে ভাত, ডিম, ডাল সবজি থাকে। এভাবে দুপুর ও রাতে দুইবার খাদ্য সরবরাহ করার কথা জানান।
বিয়ন ভূষণ আরো বলেন, প্রতিদিন ১১টার দিকে দুপুরের খাবার এবং বিকেল ৫টার আগে সিআইসি অফিস এবং স্বেচ্ছাসেবীদের মাধ্যমে রাতের বিতরণ করা হয়।
অপরদিকে রেডজোনের আওতায় থাকা হোটেল খোলা রাখা ও গণজমায়েতের বিষয়ে জানতে চাইলে নুর হোটেলের পরিচালক মো. শামীম বলেন, কক্সবাজার জেলা প্রশাসনের অনুমোদন নিয়ে স্বাস্থ্যসম্মত ভাবে জরুরী ভিত্তিতে শুধুমাত্র খাদ্য সরবরাহ করছি। আর গণজমায়েতের বিষয়টি সত্য নয়।
উখিয়া উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে উপজেলার বেশ কয়েকটি ওয়ার্ড ও স্টেশনকে ২৯ জুন পর্যন্ত রেডজোন ঘোষণা করা হয়।
শুধুমাত্র নির্ধারিত দিন ছাড়া ফার্মেসী ব্যতীত সব ধরণের দোকান বন্ধ রাখারও নির্দেশনা রয়েছে।
এদিকে রোহিঙ্গা ক্যাম্পে স্বাস্থ্য এবং ইমার্জেন্সী প্রয়োজন ছাড়া প্রবেশাধিকার নিষিদ্ধ বলে জানিয়েছেন ইউএনও মো. নিকারুজ্জামান চৌধুরী। আর ইমার্জেন্সীতে যে সকল এনজিও ক্যাম্পে কাজ করছে তাদেরও সুনির্দিষ্ট নিয়ম বেঁধে অনুমতিপত্র দেয়া হয়েছে বলে তিনি জানান।
তবে, জেলা প্রশাসনের অনুমতি নিয়ে হোটেল খোলা রাখার বিষয়টি তিনি অবগত নন। কারণ কারো আবেদন সিন করলে ত অনুমোদন হয়ে যায়না। অনুমোদনের বিষয়টি তিনি খতিয়ে দেখবেন বলে জানান।