বৃহস্পতিবার ● ২৫ জুন ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় নতুন করোনা পজেটিভ রোগী সনাক্ত হচ্ছে , সর্তক হোন : মেয়র
মাটিরাঙ্গায় নতুন করোনা পজেটিভ রোগী সনাক্ত হচ্ছে , সর্তক হোন : মেয়র
অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি :: করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নাই মন্তব্য করে মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক বলেন, মাটিরাঙ্গা পৌরসভার বিভিন্ন এলাকায় প্রতিদিন নতুন নতুন করোনা পজেটিভ রোগী সনাক্ত হচ্ছে । সামনের ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় এখনি স্বাস্থ্যবিধি মেনে না চললে শীঘ্রই এ উপজেলা রেড জোন হিসেবে চিহ্নিত হতে পারে। তাই অবহেলা না করে সবাইকে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন হওয়ার আহবান জানান তিনি।
৮ম দফায় ত্রান ও দুর্যোগ মন্ত্রনালয়ের বরাদ্ধকৃত ১০টন চাল বিতরণ উদ্বোধনী শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ সব কথা বলেন।
এছাড়াও বন্ধু জুনিয়র প্রতিষ্ঠাতা মামুনুর রশিদ মামুন বন্ধু জুনিয়র অন্যান্য সদস্যদের সাথে নিয়ে পৌরসভার ত্রাণ বিতরণ কার্যক্রমে সহায়তা করতে এগিয়ে আসে। তারা সুবিধা ভোগীদের মধ্যে ৩ফুট সামাজিক দুরত্ব বজায় নিশ্চিত করে ত্রান গ্রহনের পরিবেশ সৃষ্টিতে প্রচারনা চালান।
মেয়র মো. শামছুল হক বলেন, এবার ৮ম দফায় ত্রান ও দুর্যোগ মন্ত্রনালয়ের বরাদ্ধকৃত ১০টন চাল ১০০০ পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে। এছাড়াও এই চাল বিতরণের পর পরই পার্বত্য জেলা পরিষদ থেকে ৩য় ও ৪র্থ দফার বরাদ্ধকৃত প্রায় ৬ টন ৪০০ কেজি ৬৪০ পরিবারের মাঝে বিতরণ করা হবে। অন্যদিকে পৌর এলাকায় বর্তমানে প্রায় ৪৩০০ পরিবার ওএমএস কার্ড এর মাধ্যমে ১০টাকা কেজি দরে চাল কিনার সুবিধা পাচ্ছেন বলেও তিনি জানান।
২৩ জুলাই পৌর কমপ্লেক্স ভবনের সামনে বিতরণকৃত এ ত্রাণ বিতরণ কার্যক্রমে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তদারকি কর্মকর্তা শেখ আশ্রাফ উদ্দিন, পৌর প্যানেল মেয়র-১, মো. আলা উদ্দিন লিটন, প্যানেল মেয়র-২ কাউন্সিলর মোহাম্মদ আলী, সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর মায়না বেগম, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সহসভাপতি জসিম উদ্দিন জয়নাল , সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ভুইয়া ও পৌরসভার কঞ্জারভেন্সি পরিদর্শক মামুনুর রশিদ মামুন প্রমুখ।