বৃহস্পতিবার ● ২৫ জুন ২০২০
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে পৃথক স্থানে বসতবাড়িতে আগুন প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি
আত্রাইয়ে পৃথক স্থানে বসতবাড়িতে আগুন প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে পৃথক দুটি স্থানে বসতবাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার মনিয়ারি ইউনিয়নের দিঘীর পার গ্রামের মৃত নিজাম উদ্দিনের পুত্র সায়েম উদ্দিনের বসতবাড়ির ৫টি কক্ষে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুণ তার সহদর ভাই নাজিমের বাড়িতে ছড়িয়ে পড়ে। এ সময় আগুণের লেলিহান শিখা দেখতে পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে আগুণ নেভানোর চেষ্টা করে। ততক্ষনে সায়েম ও নাজিমের দুই বাড়িতে রক্ষিত ধান, চাল, নগদ টাকা ও অন্যান্য আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে করে তাদের প্রায় ৩/৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
অপর দিকে আজ বৃহস্পতিবার সকালে উপজেলার কাশিয়াবাড়ি গুচ্ছো গ্রামে জোসনা বেগমের দুটি ঘর পুড়ে যায়।
এ ব্যাপারে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার নিতায় চন্দ্র ঘোষ এই তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার দিবাগত রাতে উপজেলার দিঘীরপাড় গ্রামে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তিনি আরো বলেন প্রথমিক ভাবে ধারণা করা হচ্ছে দিঘীরপাড় গ্রামের সায়েম উদ্দিন ও তার ভাই নাজিমের প্রায় তিন থেকে ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এবং কাশিয়াবাড়ি গুচ্ছো গ্রামের জোসনা বেগমের দুটি ঘর আগুনে পুড়ে যায়। পৃথক দুটি স্থানে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুণের সূত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।
এমপি‘র মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া
আত্রাই :: নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ইসরাফিল আলমের মা এসেদা রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বাদ জোহর নওগাঁর আত্রাইয়ের ভবানীপুর নুরানীয়া হাফেজিয়া মাদ্রাসার আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা ইমাম সমেতির সভাপতি ও ভবানীপুর নুরানীয়া হাফেজিয়া মাদ্রাসার মহাতামিম আব্দুস ছালাম।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সম্পাদক রাফিউল ইসলাম রাফি, শাহাগোলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন সন্দেশ, মওলানা মতিউর রহমান নিজামি, সাংবাদিক মুজাহিদ খাঁন, হাফেজ মাওলানা মোহাম্মদ ছানাউর হোসাইন, সাংবাদিক নাজমুল হক নাহিদ, আব্দুল মজিদ মল্লিক, ইউপি সদস্য আব্দুল মান্নানসহ ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য বৃন্দ।
গত শনিবার রাতে রাজধানী ঢাকার ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এসেদা রহমান– শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকেিল তার বয়স হয়েছিলো ৭৭ বছর। গত রবিবার বাদ যোহর পারিবারিক কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।