রবিবার ● ২৮ জুন ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » জুরাছড়িতে চাকুরীজীবি সমিতির ২য় দফায় ত্রাণ বিতরণ
জুরাছড়িতে চাকুরীজীবি সমিতির ২য় দফায় ত্রাণ বিতরণ
রপ্তদীপ চাকমা রকি, জুরাছড়ি প্রতিনিধি :: আজ ২৮ জুন রবিবার জুরাছড়ি চাকুরিজীবী সমিতির উদ্যোগে জুরাছড়ি উপজেলার দুমদুম্যাও মৈদং ইউনিয়নের দুঃস্থ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। জুরাছড়ি উপজেলার ফকিরাছড়া বাজারে অনুষ্ঠিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন মৈদং ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রোহিনী কুমার চাকমা। এ সময় উপস্থিত ছিলেন দুমদুম্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তরুন মনি চাকমা, দুমদুম্যা ইউনিয়ন পরিষদের সদস্য সুনীল বিহারী চাকমা, মৈদং ইউনিয়ন পরিষদের সদস্য অনিল চাকমা, ফেনু কার্বারী ও ধনঞ্জয় কার্বারী। ত্রাণ সামগ্রী বিতরণে সমিতির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী আশাপূর্ণ চাকমা, শ্রী সুনীল বরণ চাকমা ও শ্রী রিকো চাকমা। ত্রাণ বিতরণে সহায়তা করেন প্রাক্তন ইউপি রাঙ্গীদাস চাকমা ও বিশ্বকর্মা চাকমা। সমিতির অন্যতম সদস্য শ্রী প্রচারক চাকমা ও নিরোদ কুমার চাকমা জুরাছড়িতে ত্রাণ বিতরণ কাযক্রমে সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
সমিতির সভাপতি জগজ্যোতি চাকমা জানান যে, রাঙামাটি জেলা সদরে বসবাসরত জুরাছড়ি উপজেলার চাকুরিজীবীদের নিয়ে গড়া এ সমিতি জুরাছড়ি উপজেলার বিভিন্ন দুর্গম এলাকায় করোনাকালীন যে সব পরিবার আর্থিক সংকটের মধ্য দিয়ে দিন যাপন করছিলো তাদের সহায়তা করার লক্ষ্যে একটি সহায়তা তহবিল গঠন করে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও মোবাইলে আন্তঃযোগাযোগের মাধ্যমে তহবিল সংগ্রহ করা হয়। জুরাছড়িবাসি ৮৫ জন সরকারি চাকরিজীবী এ আর্থিক সহায়তা দিয়েছেন। দাতাদের মধ্যে সরকারের যুগ্নসচিব পযায়ের কর্মকর্তাও রয়েছেন।
সমিতির সভাপতি বলেন, দাতাদের সহায়তার হাত আমাদের উদ্যোগকে আরো বেগবান করেছে তাতে কোনো সন্দেহ নেই। আমরা শুধু উদ্যোগের অংশীদার, বলতে দ্বিধা নেই, দাতাদের উদারতা ও দানশীল মননশীলতাই আমাদের উদ্যোগকে সফলতার দোরগড়ায় পৌঁছে দিয়েছে। তা না হলে এ সংকটময় মুহুর্তে এ সব দুঃস্থ পরিবারগুলো পাশে দাড়ানো আমাদের পক্ষে সম্ভব হতো না। আজ সমিতি উপজেলা চারটি ইউনিয়নের ৮৬টি দুঃস্থ পরিবারকে ত্রাণ সহায়তা করতে সক্ষম হয়েছে।এতে চাল, ডাল, তৈল, লবন সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী দেওয়া হয়। তিনি আরো জানান যে, তাকে তহবিল সংগ্রহের কাজে সহযোগিতা করেছেন সমিতির সাধারণ সম্পাদক সুকৃতিময় চাকমা, কোষাধ্যক্ষ নূতন কুমার চাকমা, অন্যতম সদস্য প্রচারক চাকমা, চিরঞ্জীব দেওয়ান, সুভাষ কুমার চাকমা, শান্তি বিমল চাকমা, নিরোদ কুমার চাকমাসহ আরো অনেকে। এছাড়াও ত্রাণ বিতরণ কাজে সহায়তা করেন নিত্যানন্দ চাকমা ও সঞ্জীব চাকমা। সমিতির পক্ষ থেকে তিনি দাতা ও সমিতির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
উল্লেখ্য গত ২৩ জুন, ২০২০ জুরাছড়ি ও বনযোগীছড়া ইউনিয়নের দুঃস্থ পরিবারসমূহের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণের মধ্য দিয়ে সমিতির ত্রাণ সামগ্রী বিতরণ কাযক্রমের সূচনা করা হয়। এ সময় জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা এবং উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহফুজুর রহমান উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। সমতিরি পক্ষ থেকে তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।