সোমবার ● ২৯ জুন ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাপ্তাইয়ে বানৌজা শহীদ মোয়াজ্জম ঘাঁটিতে নবীন নাবিকদের সনদপত্র বিতরণ
কাপ্তাইয়ে বানৌজা শহীদ মোয়াজ্জম ঘাঁটিতে নবীন নাবিকদের সনদপত্র বিতরণ
অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি :: রাঙামাটি জেলার কাপ্তাইয়ে অবস্থিত বানৌজা শহীদ মোয়াজ্জম ঘাঁটিতে নবীন নাবিকদের ২৬ সপ্তাহ মেয়াদী প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান অনুষ্ঠান গতকাল ২৮ জুন কাপ্তাই নৌ ঘাঁটির প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনীর স্যীম্যানশীপ, প্রকৌশল, বৈদ্যুতিক ও বেতার বৈদ্যুতিক এবং শীপরাইট শাখার ৩৭১ জন সহ বাংলাদেশ সেনাবাহিনীর পাঁচজন প্রশিক্ষণার্থীকে সনদপত্র প্রদান করা হয়। এক মনমুগ্ধকর প্যারেড এর পর ঘাটির অধিনায়ক ক্যাপ্টেন মোহাম্মদ আবদুল মুকিত খান প্রশিক্ষনার্থীদের সনদপত্র প্রদান করেন।
প্রশিক্ষণকালে প্রাপ্ত তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান নবীন নাবিকদের পরবর্তী চাকুরী জীবনে তথা সর্বোপরি বাংলাদেশ নৌবাহিনীর অগ্রযাত্রায় ভূমিকা রাখবে বলে অধিনায়ক তার সমাপনী বক্তব্যে উল্লেখ করেন। অধিনায়ক বর্তমান করোনা প্রেক্ষাপটে বাংলাদেশ নৌবাহিনীর ভূমিকা নবীন নাবিকদের মাঝে তুলে ধরে ভবিষ্যতে তা মোকাবেলা করতে ও প্রয়োজনে সর্বদা দেশের মানুষের সাহায্যে এগিয়ে আসার জন্য শারীরিক ও মানসিক ভাবে প্রস্তুত থাকতে বলেন। এছাড়াও তিনি নবীন নাবিকদের নৈতিক মূল্যবোধ বজায় রেখে ও শৃঙ্খলা মেনে চাকুরী করার আহ্বান জানান।
উল্লেখ্য বর্তমান বৈশ্বিক মহামারী করোনাভাইরাস প্রেক্ষাপটে বাংলাদেশ নৌবাহিনীর প্রশিক্ষণ ঘাটি সামাজিক দূরত্ব বজায় রেখে ও করোনা মোকাবেলার প্রয়োজনীয় শৃঙ্খলা মেনে প্রশিক্ষণ কার্যক্রম চলমান রেখে চলেছে।।





কাউখালীতে শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন
ডিসেস্বর মাস পতাকা বিক্রির মৌসুম
মিরসরাইয়ে ভাষা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ৬৩৩ জন শিক্ষার্থী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ ভোটের তফসিল ঘোষণা করায় সিইসি-কে ধন্যবাদ জানিয়েছেন জুঁই চাকমা
খাগড়াছড়ির দীঘিনালায় মহিলা জামায়াতের সমাবেশ
ভবিষ্যৎ উন্নয়ন যাত্রায় কম্পিউটার ইঞ্জিনিয়াররাই হবে অন্যতম শক্তি : চুয়েট ভিসি