বুধবার ● ১ জুলাই ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে করোনা আক্রান্তের সেঞ্চুরী
বিশ্বনাথে করোনা আক্রান্তের সেঞ্চুরী
বিশ্বনাথ প্রতিনিধি :: আপন গতিতে এগিয়ে চলা করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা সিলেটের বিশ্বনাথ উপজেলায় সেঞ্চুরী পূর্ণ করেছে। মঙ্গলবার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় পর পাওয়া রির্পোটে বিশ্বনাথের আরো ৫ জন করোনা পজেটিভ হলে উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সেঞ্চুরী পূর্ণ হয়।
সামাজিক দূরত্বের পাশাপাশি সরকারি কোন নির্দেশনা মেনে না চলার কারণে দ্রুতই বিশ্বনাথে বেড়ে চলছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখি বিশ্বনাথে রাতের বেলাও থাকে দোকান-পাঠ। আর তাতে ক্রেতাদেরও থাকে সরব উপস্থিতি। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের পরও অতিরিক্ত যাত্রী নিয়ে চলছে যানবাহন। মাস্ক ব্যবহারের ক্ষেত্রে চরম হারে বৃদ্ধি পেয়েছে মানুষের অনিহা।
এদিকে বিশ্বনাথে বসবাসকারী ফেরীওয়ালা প্রতিনিয়তই ঢাকা বা নারায়গঞ্জ বা নরসিংদী থেকে নতুন নতুন কাপড় এনে সেগুলো বিক্রি করার জন্য গ্রামে-গঞ্জে চষে বেড়াচ্ছেন। আর এসব যায়গা থেকে যে করোনা ভাইরাস বিশ্বনাথে প্রবেশ করছে না কিংবা ফেরিওয়ালারা যে গ্রামে-গঞ্জে করোনা ভাইরাস চড়াচ্ছেন না তার খবর কে রাখে? তার সাথে রয়েছে উপজেলার বিভিন্ন বাজারে থাকা ছোট-বড় কাপড়ের ব্যবসা।
মঙ্গলবার (৩০) রাত পর্যন্ত প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথে উপজেলার মোট আক্রান্তের সংখ্যা সেঞ্চুরী পূর্ণ হওয়ার পাশাপাশি আক্রান্তদের মধ্যে করোনা জয় করে স্স্থু জীবনে ফেরার সংখ্যাও হাফ সেঞ্চুরী পূর্ণ করেছে। আক্রান্তদের মধ্যে আবার মৃত্যুবরণ করেছেন ৩ জন। এখনও সঠিকভাবে সরকারি নির্দেশনা না মানলে সামনের দিনে বিশ্বনাথবাসীকে অনেক কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে বলে আশংঙ্কা বিজ্ঞজনের।
গত দুদিনে বিশ্বনাথে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা-স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সসহ স্বাস্থ্যকর্মীসহ করোনা পজেটিভ হয়েছেন ৮ জন। এদের মধ্যে সোমবার করোনা আক্রান্ত হয়েছেন- উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আবদুস শহিদ (৩৬), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স আবদুস সাকুর ও উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের তেঘরী গ্রামের তেরাবান বিবি (৬০)।
আর মঙ্গলবার করোনা আক্রান্ত হয়েছেন- উপজেলার আবদুল মোতালেব (১০০), দৌলতপুর ইউনিয়নের আটপাড়া গ্রামের তাহেরুল ইসলাম (৫৭), রামপাশা ইউনিয়নের বিশ্বনাথেরগাঁও গ্রামের ইনাম আহমদ ফারুক (৪০), খাজাঞ্চী ইউনিয়নের পূর্ব রহিমপুর গ্রামের লিপি বেগম (৩০), দেওকলস ইউনিয়নের কালীজুড়ী গ্রামের সুবেদ আহমদ (২৬)।
গত দুই দিনে (সোমবার-মঙ্গলবার) নতুন করে বিশ্বনাথ উপজেলায় আরো ৮ জন করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুর রহমান মুসা।
বিয়ের স্বর্ণালংঙ্কার-কাপড়-মোবাইল সেট লুট ও হামলার ঘটনায় মামলা
বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে উপজেলার সদর সদর ইউনিয়নের গোয়ালগাঁও গ্রাম থেকে পার্শ্ববর্তী মিরেরচর-২ (শরিষপুর) গ্রামস্থ নিজ বাড়িতে যাওয়ার পথিমধ্যে বিয়ের স্বর্ণালংঙ্কার-দুই সেট কাপড় ও মোবাইল সেট লুট হওয়ার অভিযোগ পাওয়া গেছে। লুটকারীকে ধাওয়া করে নিজেদের জিনিসপত্র ফেরত চাওয়ায় স্বর্ণালংঙ্কার-কাপড়-মোবাইল সেট লুটকারী চক্র ক্ষতিগ্রস্থদের (জয়তুন-ফয়ছল) উপর হামলা করে। বিশ্বনাথ-মিরেরচর-হাবড়া সড়কের গোয়ালগাঁও গ্রামস্থ আলীমা ভিলার সামনে গত মঙ্গলবার রাত ৮টার দিকে ঘটনাটি ঘটে।
স্বর্ণালংঙ্কার-কাপড়-মোবাইল সেট লুটকারী চক্রের হামলায় আহত হওয়ছেন মিরেরচর-২ (শরিষপুর) গ্রামের মানিক মিয়ার স্ত্রী মোছাঃ জয়তুন নেছা (৫৫), চাচাতো ভাই ফয়ছল আহমদ (২০)। এসময় লুটকারী চক্রের সদস্যরা জয়তুন নেছাকে টানা-হেচড়া করে শ্লীতাহানী এবং ফয়ছল আহমদকে হত্যা করার উদ্দেশ্যে গূরুত্বর আহত করেছে বলে অভিযোগ রয়েছে।
স্বর্ণালংঙ্কার-কাপড়-মোবাইল সেট লুট ও হামলার ঘটনায় মিরেরচর-২ (শরিষপুর) গ্রামের মানিক মিয়ার স্ত্রী মোছাঃ জয়তুন নেছা বাদী হয়ে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং ২১ (তাং ২৯.০৬.২০ইং)। মামলার অভিযুক্তরা হলেন- উপজেলার গোয়ালগাঁও গ্রামের (আলীম ভিলা) মৃত আকলুছ আলীর পুত্র শাহিন মিয়া (৩৫), জাহাঙ্গীর মিয়া (২৫), জাহির আলীর পুত্র শাহেদ মিয়া (২২), মৃত আকলুছ আলীর স্ত্রী সুফিয়া বেগম (৫৭)। এছাড়া মামলায় আরো ৪ জনকে অজ্ঞাতনামা অভিযুক্ত করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত ৮টার দিকে বাদীর ভাইপো তানভির আহমদ (১৪) গোয়ালগাঁও গ্রামস্থ নিজ বাড়ি থেকে বাইসাইকেলযোগে শপিং ব্যাগে করে বিয়ের দুই সেট কাপড় (আনুমানিক মূল্য ৭ হাজার টাকা), ৭ ভরি স্বর্ণালংঙ্কার (আনুমানিক মূল্য ৩ লাখ টাকা), একটি মোবাইল সেট (আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা) নিয়ে তাদের পার্শ্ববর্তী গ্রাম মিরেরচর-২ (শরিষপুর) গ্রামের মানিক মিয়ার স্ত্রী মোছাঃ জয়তুন নেছার বাড়িতে যাওয়ার পথিমধ্যে আলীমা ভিলার সামনে বাইসাইকেল রেখে সড়কের পাশে প্র¯্রাব করতে বসে। তানভির প্র¯্রাবে থাকা অবস্থায় দেখতে পায় একটি ছেলে তার সাইকেলে তার জিনিপত্রের ব্যাগটি নিয়ে দৌড়ে আলীমা ভিলার ভিতরের দিকে যাচ্ছে। সেও তখন ছেলেটির পিছু পিছু দৌড়ে যায় এবং দেখতে পায় তখন ওই ছেলেটি আলীমা ভিলার একটি রুমে ডুকে দরজা বন্ধ করে দেয়। একাধিক বার ডাকাডাকির পরও ছেলেটিসহ ঘরের কেউ দরজা না খুললে তানভির বাড়িতে গিয়ে বাদীকে বিষয়টি অবহিত করে। এরপর বাদী স্বাক্ষীদের নিয়ে আলীমা ভিলায় উপস্থিত হন। অনেকক্ষন ডাকাডাকির পর বিবাদীগণ ঘরের বাইরে এসে বাদীসহ স্বাক্ষীদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এর এক পর্যায়ে বিবাদীগন দা’সহ দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে বাদীসহ তার সঙ্গে থাকা লোকজনের উপর হামলা করে। হামলায় বাদীর চাচাতো ভাই ফয়ছল আহমদ গুরুত্বর আহত হয় এবং বাদীকে টানা-হেচড়া করে শ্লীতাহানী করে। বিবাদীগণ বাদীকে কিল ঘুষি লাথি মারতে মারতে এক পর্যায়ে ঘটনাস্থলে থাকা একটি গাড়ির উপর ফেলে দিলে গাড়ির গ্লাস ভেঙ্গে যায়। এঘটনায় থানায় মামলা দায়েরের সত্যতা স্বীকার করেছেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম মুসা।
ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে করোনার নমুনা সংগ্রহে বুথ স্থাপন
বিশ্বনাথ :: করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে সমাজে থাকা করোনা পজেটিভদের চিহ্নিত করতে ব্যাপকহারে সর্বসাধারণের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার লক্ষ্যে সিলেটের বিশ্বনাথ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে ‘কোভিড-১৯ নমুনা সংগ্রহ বুথ’ স্থাপন করা হয়েছে। শতবছরের প্রাচীন বিদ্যাপীঠ রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের ১৯৯৫ ব্যাচের শিক্ষার্থীদের অর্থায়নে বুথটি স্থাপন করা হয়।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে বুথটির উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মোঃ কামরুজ্জামান। এরপূর্বে সোমবার দুপুরে একই উদ্দেশ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘বাংলাদেশ হেলথ ডেভলাপমেন্ট ইনিসিয়েটিভ (বিএইচডিই)’ অর্থায়নে স্থাপিত আরেকটি বুথ উদ্বোধন করেন তিনি।
১৯৯৫ ব্যাচের শিক্ষার্থী ইউসিবিএল ব্যাংক বিশ্বনাথ শাখার ব্যবস্থাপক মতিউর রহমানের সভাপতিত্বে ও মোহাম্মদ কাওছার খানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবদুর রহমান মুসা, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, বিশ্বনাথ প্রেস ক্লাব সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের।
এসময় যুক্তরাজ্য প্রবাসী গিয়াস উদ্দিন, দি ওয়ান পাউন্ড হাসপাতালের কো-অর্ডিনেটর কবি নাজমুল ইসলাম মকবুল, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ফয়জুল ইসলাম জয়, বাচাঁও বাসিয়া নদী ঐক্য পরিষদের আহবায়ক ফজল খান প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।